অপরাধ গোয়েন্দা বিভাগ
অবয়ব
| সংস্থার রূপরেখা | |
|---|---|
| গঠিত | এপ্রিল ১৯০৪ |
| পূর্ববর্তী | |
| স্থলাভিষিক্ত সংস্থা | |
| ধরন | তদন্ত সংস্থা |
| যার এখতিয়ারভুক্ত | ব্রিটিশ ভারত |
| সদর দপ্তর | শিমলা, ব্রিটিশ ভারত |
| সংস্থা নির্বাহী |
|
| মূল বিভাগ | স্বরাষ্ট্র মন্ত্রণালয় |
অপরাধ গোয়েন্দা বিভাগ (ডিসিআই) ব্রিটিশ রাজত্বকালে ভারত সরকারের কেন্দ্রীয় বিদেশী এবং দেশীয় গোয়েন্দা সংস্থা ছিল। সংস্থাটি মূলত কেন্দ্রীয় অপরাধ গোয়েন্দা বিভাগ (সিসিআইডি) নামে পরিচিত ছিল। ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন বিভাগটি প্রতিষ্ঠিত করেছিলেন।[১]
১৯০৩ সালের ৩০ মে অ্যান্ড্রু হেন্ডারসন লেইথ ফ্রেজারের সভাপতিত্বে জমা দেওয়া ভারতীয় পুলিশ কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে এ বিভাগ তৈরি করা হয়েছিল, যা ভারতীয় পুলিশ ব্যবস্থার নিরীক্ষা করে সংস্কার করার সুপারিশ করেছিল। স্যার হ্যারল্ড স্টুয়ার্টকে এবিভাগের প্রথম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছিল।[২] লর্ড কার্জন ব্রিটিশ ভারতের সকল প্রদেশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিষ্ঠা করেন।[১]
ডিসিআই পরবর্তীতে গোয়েন্দা ব্যুরোতে পরিণত হয়। [৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 পপলওয়েল, রিচার্ড (১৯৯৫)। Intelligence and Imperial Defence: British Intelligence and the Defence of the Indian Empire 1904–1924। রুটলেজ। পৃ. ৪২। আইএসবিএন ০-৭১৪৬-৪৫৮০-X।
- ↑ রিডিক, জন (২০০৬)। The History of British India। Greenwood Publishing Group। পৃ. ৮৭। আইএসবিএন ০-৩১৩-৩২২৮০-৫।
- ↑ বালাচন্দ্রন, ভাপ্পালা (৫ মে ২০২০)। "How Viceroy Lord Mayo's Assassination Led to Creation Of India's First Intelligence Bureau"। আউটলুক ইন্ডিয়া। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০২৪।