আলাপ:শেখ হাসিনার পদত্যাগ
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ৮ মাস আগে "শেখ হাসিনার পতন ও পলায়ন" অনুচ্ছেদে
| এই পাতাটি শেখ হাসিনার পদত্যাগ নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
||
শেখ হাসিনার পতন ও পলায়ন
[সম্পাদনা]প্রিয় সম্প্রদায়ের সদস্যবৃন্দ! নিবন্ধটির নাম শেখ হাসিনার পদত্যাগ হওয়া উচিত নয়। কারণ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি, স্পষ্টভাবে ২০২৪ এর অভূত্থান-এ তার পতন ঘটেছে এবং সে বাংলাদেশ থেকে গোপনে পলায়ন করেছে। এতোটুকু সম্পূর্ণ অথেনটিক তথ্য। এইজন্য পদত্যাগ শব্দটি এই নিবন্ধের যথাযথ প্রতিফলন ঘটছেনা। আমি তার পতনের পরের দিনে অনেক পত্রিকার প্রথম পাতার হেড লাইনে শেখ হাসিনার পতন এবং শেখ হাসিনার পলায়ন দেখতে পেয়েছি। এখন এসবের বিপরীতে শেখ হাসিনার পদত্যাগ শিরোনামে নিউজ পাওয়া যাবেনা, সেটা নয়। তব আমার মনে হয় সেগুলো তুচ্ছ উল্লেখ মাত্র।
এমতাবস্থায় আমি নিবন্ধটির নাম শেখ হাসিনার পদত্যাগ ও পলায়ন শিরোনাম প্রস্তাব করছি। ~ Deloar Akram (আলাপ • অবদান • লগ) ০৮:৫০, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- শেখ হাসিনার পদত্যাগ ও পলায়ন শিরোনামের প্রতি
সমর্থন। পদত্যাগ ও পলায়ন দুটি শব্দ শিরোনামে রাখার পক্ষে কেননা বিভিন্ন সূত্রে শব্দ দুটির ব্যবহার রয়েছে, পাশাপাশি নিবন্ধে "পদত্যাগপত্র বিতর্ক" নামে অনুচ্ছেদের অস্তিত্ব বিদ্যমান, যা টপিকের সাথে সম্পর্কিত ও গুরুত্বপূর্ণ। তাই পদত্যাগ শব্দটির ব্যবহার বাদ দেওয়া অমূলক। অন্যদিকে "পলায়ন" শব্দটির ব্যবহার বহুল ও বাস্তব। পদত্যাগ শব্দটির ব্যবহার উৎসগুলোতে একদমই "তুচ্ছ উল্লেখ" হিসেবে মনে হয়নি। তাই এই শিরোনামে সমর্থন। মেহেদী আবেদীন ০৯:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)
- শেখ হাসিনার পদত্যাগ ও পলায়ন শিরোনামের প্রতি