বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া:অ্যাকাউন্ট সৃষ্টিকারী

This user has account creator rights on the English Wikipedia.
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অ্যাকাউন্ট ক্রিয়েটর ব্যবহারকারী গোষ্ঠী (অ্যাকাউন্ট ক্রিয়েটর ব্যবহারকারী গোষ্ঠী) বিশ্বস্ত উইকিপিডিয়া অবদানকারীদেরকে একটি বিশেষ টুলে প্রবেশাধিকার দেয়, যা তাঁদেরকে অনুরোধকারী অন্যান্য ব্যক্তিদের জন্য অনেক সংখ্যক অ্যাকাউন্ট তৈরি করার অনুমতি দিয়ে থাকে।

অ্যাকাউন্ট সৃষ্টিকারীর সক্ষমতা

[সম্পাদনা]

যে সব অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সৃষ্টিকারী ব্যবহারকারী দলের সদস্য, তাদের নিচের পদক্ষেপগুলো গ্রহণ করার সক্ষমতা রয়েছে:

একজন অ্যাকাউন্ট সৃষ্টিকারী হোন

[সম্পাদনা]

অ্যাকাউন্ট ক্রিয়েটর ফ্ল্যাগ সেইসব ব্যবহারকারীকে দেওয়া যেতে পারে যারা অ্যাকাউন্টের জন্য অনুরোধ প্রক্রিয়ায় সক্রিয় ও অভিজ্ঞ এবং তারা এজন্য উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর কাছে পরিচিত। ​এই অধিকারটি অ্যাডমিনিস্ট্রেটর টুলসেট-এর মধ্যেই অন্তর্ভুক্ত। ব্যবহারকারীদের কাছ থেকে প্রত্যাশা করা হয় যে তাঁরা এই ফ্ল্যাগের জন্য অনুরোধ করার আগে দক্ষতার সাথে অনেক অনুরোধ সামলেছেন এবং একাধিকবার ছয় (৬)টি অ্যাকাউন্ট তৈরির হার সীমাবদ্ধতার সীমা অতিক্রম করেছেন। এই অধিকারের জন্য উইকিপিডিয়া:অধিকারের আবেদন/অ্যাকাউন্ট ক্রিয়েটর পাতায় অনুরোধ করা যেতে পারে। ​অ্যাডমিনিস্ট্রেটরদের এই ফ্ল্যাগটি দেওয়ার জন্য উইকিপিডিয়া:অধিকারের আবেদন/অ্যাকাউন্ট ক্রিয়েটর/প্রশাসকের নির্দেশাবলী পাতায় দেওয়া নির্দেশাবলী অনুসরণ করা উচিত।

অন্যান্য তথ্য

[সম্পাদনা]

অ্যাকাউন্ট ক্রিয়েটর অনুমতিটি সেইসব সম্পাদকদের দেওয়া হয় যাঁরা এ্যাকাউন্ট সৃষ্টি প্রক্রিয়ায় সক্রিয়। অ্যাকাউন্ট ক্রিয়েটর অধিকারপ্রাপ্ত ব্যবহারকারীরা তাঁদের নিজস্ব বিবেচনা অনুযায়ী এই "ব্যবহারকারী অধিকারে" অন্তর্ভুক্ত যেকোনো প্রযুক্তিগত ক্ষমতা ব্যবহার করার অনুমতি পান। বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে জন ব্যবহারকারী আছেন যাঁদের সুস্পষ্টভাবে অ্যাকাউন্ট ক্রিয়েটর ফ্ল্যাগ সক্রিয় করা আছে।

আরো দেখুন

[সম্পাদনা]