বিষয়বস্তুতে চলুন

খসড়া:করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা
অবস্থান
মোকামিয়া ইউনিয়ন

, ,
৮৭৪০
তথ্য
নীতিবাক্যপড় তোমার প্রভুর নামে
প্রতিষ্ঠাকাল১৯৪১
প্রতিষ্ঠাতাআলহাজ্ব হযরত মাওলানা হাছান উদ্দিন(রহঃ)
বন্ধ০৪:০০
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা
কর্তৃপক্ষগভর্নিং বডি
বিভাগমাদ্রাসা
বিদ্যালয় কোড১০০২৭৩
কর্মকর্তা৫২
শ্রেণি(ইবতেদায়ী ১ম-৫ম)
(দাখিল, ৬ষ্ঠ-১০ম,)
(আলিম, একাদশ-দ্বাদশ)
(ফাজিল)
(কামিল)
ভাষাবাংলা, ইংরেজি, আরবি
আয়তন২৬৬ শতাংশ
ক্যাম্পাসের ধরনগ্রাম্য
ডাকনামমোকামিয়া মাদরাসা

করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া গ্রামে অবস্থিত একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান।এটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত কামিল মাদ্রাসা।

প্রতিষ্ঠাঃ

[সম্পাদনা]

মোকামিয়া দরবার শরীফের মরহুম পীর সাহেব শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা হাছান উদ্দিন(রহঃ) ১৯৪২ সালের ৪ জানুয়ারী মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। প্রতিষ্ঠানটি ১৯৮১ সালের ১ জুলাই  মাদ্রাসা শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে।যার EIIN100273

ভৌগোলিক অবস্থানঃ

[সম্পাদনা]

বরগুনা জেলার বেতাগী উপজেলার মোকামিয়া সদর ইউনিয়নাধীন মোকামিয়া গ্রামে বেতাগী-বরগুনা প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

শিক্ষা কার্যক্রমঃ

[সম্পাদনা]

মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৪০০ এর অধিক

• ইবতেদায়ী

• দাখিল ( সাধারণ ও কম্পিউটার)

• আলিম (সাধারণ)

• ফাযিল ( বি.এ পাস)

• কামিল (স্নাতকোত্তর)

অবকাঠামোঃ

[সম্পাদনা]

মাদ্রাসার মোট ভবনসংখ্যা ৫ টি; এর মধ্যে ২টি দ্বিতল ভবন, ৩ এক তলা ভবন, একটি দ্বিতল জামে মসজিদ রয়েছে।এবং আলহাজ্ব হযরত মাওলানা হাছান উদ্দিন(রহঃ) এর মাজার রয়েছে।

এই প্রতিষ্ঠানটি সর্বোমোট ২৬৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত। এর, শ্রেণি কক্ষ ৪৪ টি, অফিস কক্ষ ৩ টি, শিক্ষক মিলনায়তন ১ টি, গ্রন্থাগার ২ টি, কম্পিউটার কক্ষ ২ টি এবং ছাত্র-ছাত্রীদের জন্য ২ টি পৃথক কমন রুম আছে।

ফলাফলঃ

[সম্পাদনা]

প্রতিবছর ইবতেদায়ী সমাপনী, জেডিসি, দাখিল, আলিম, ফাযিল ও কামিল শ্রেণিতে কাঙ্খিতসংখ্যক শিক্ষার্থী A+ অর্জন সহ শতভাগ পাশ করে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটির উপজেলা ও জেলা পর্যায় বেশ সুনাম রয়েছে।

বার্ষিক মাহফিলঃ

[সম্পাদনা]

মোকামিয়া দরবার শরীফের তত্ত্বাবধানে প্রতিবছর ১২ ও ১৩ ই ফাল্গুন অত্র প্রতিষ্ঠানে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভারতের ফুরফুরা, জৈনপুর সিলসিলার পীর-মাশায়েখ সহ দক্ষিণ বঙ্গের ছারছীনা, নেছারাবাদ, মোকামিয়া, হদুয়া, পাঙ্গাশিয়া ও চৈতার পীরসাহেবগন তাশরীফ এনে ওয়াজ নসীহত করেন।

তথ্যসূত্র

১।"করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা"। 100273.ebmeb.gov.bd

২। বরগুনা জেলার বেতাগী উপজেলাধীন করুনা মোকামিয়া কামিল মাদরাসা .কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ

৩। করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

৪।করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা। মাদরাসা পরিদর্শন দফতর ইসলামী বিশ্ববিদ্যালয়