গংগাচড়া সরকারি কলেজ
![]() | |
প্রাক্তন নাম | গংগাচড়া ডিগ্রি কলেজ |
|---|---|
| নীতিবাক্য | জ্ঞানই শক্তি |
| ধরন | সরকারি |
| স্থাপিত | ৯ জুন ১৯৯০ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২৭২৯৮ |
| অধ্যক্ষ | আমিনুল ইসলাম |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৬৯ |
| শিক্ষার্থী | ৩,৫০৭ |
| স্নাতক | ২,৬২৫ |
অন্যান্য শিক্ষার্থী | ৮৮২ (এইচএসসি) |
| ঠিকানা | , , ৫৪১০ , বাংলাদেশ ২৫°৫১′০৯″ উত্তর ৮৯°১৩′১২″ পূর্ব / ২৫.৮৫২৩৭৮৩° উত্তর ৮৯.২২০১৩১৬° পূর্ব |
| শিক্ষাঙ্গন | গ্রামীণ, ৭.৭৫৭৫ একর (৩.১৩৯৩ হেক্টর) |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | ggcr |
![]() | |
গংগাচড়া সরকারি কলেজ রংপুর জেলার গংগাচড়া উপজেলার একটি সরকারি মহাবিদ্যালয়।[১] ১৯৯০ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৮ সালের ৮ই আগস্ট সরকারিকরণ করা হয়।[২][৩] বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স এবং ৮টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৩,৫০৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালের ৯ জুন কলেজটি উচ্চ মাধ্যমিক হিসেবে চালু হয়। ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯৬ সালে স্নাতক (পাশ) স্তর এমপিওভুক্তিকরণ করা হয়। ১৯৯৬ সালে স্নাতক (পাস) কোর্স এবং ২০১৩ সালে স্নাতক (সম্মান) কোর্স চালু হয়।[৪] পরিশেষে ২০১৮ সালে ৮ই আগস্ট সরকারিকরণ করা হয়।
ক্যাম্পাস
[সম্পাদনা]কলেজের মোট জমির পরিমাণ ৭.৬৯ একর। কলেজে রয়েছে ১টি তিন তলা এবং ১টি চার তলা একাডেমিক ভবন ও টিনশেডে মসজিদ। রয়েছে বিশাল লাইব্রেরী, বিজ্ঞান ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, বিশাল খেলার মাঠ ও একটি বড় পুকুর।
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]বর্তমানে কলেজটিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক কোর্স চালু আছে।[৫]
- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসা
- স্নাতক (পাস)
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বি.এসসি. (পাস)
- বিবিএস (পাস)
- স্নাতক (সম্মান)
- বাংলা
- ইতিহাস
- ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি
- রাষ্ট্রবিজ্ঞান
- অর্থনীতি
- হিসাববিজ্ঞান
- ব্যবস্থাপনা
- উদ্ভিদবিদ্যা
ফলাফল
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ৬,৮৮০ জন, পাস করেছে ৪,৭৯৭ জন, ফেল করেছে ২,০৮৩ জন, এ+ পেয়েছে ২০৩ জন, শতকরা পাস করেছে ৬৭.৭২%, শতকরা এ+ পেয়েছে ২.৯৫ %।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান"। www.bdselfstudy.com। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১।
- ↑ "সরকারি হলো দুই কলেজ"। বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১।
- ↑ "জাতীয়করণ হওয়া ১৯৯ কলেজের তালিকা"। দৈনিক শিক্ষা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১।
- ↑ ইতিহাস ও ঐতিহ্য, গংগাচড়া উপজেলার (২০১৩)। গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য। রংপুর: লেখক সংসদ। পৃ. ১১৩। আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯২৩-৪৫-০।
{{বই উদ্ধৃতি}}:|আইএসবিন=মান: অবৈধ অক্ষর পরীক্ষা করুন (সাহায্য); অজানা প্যারামিটার|আইএসবিএন-ত্রুটি-উপেক্ষা-করুন=উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "National University :: College Details"। www.nubd.info। ২৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২১।
- ↑ "Ganga Chara Degree College - Sohopathi | সহপাঠী"। Sohopathi | সহপাঠী (মার্কিন ইংরেজি ভাষায়)। ২ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।

