গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প
অবয়ব
| গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প জি-কে প্রকল্প | |
|---|---|
| অবস্থান | |
| দেশ | বাংলাদেশ |
| স্থান | কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ জেলা |
| প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
| উৎস | |
| • অবস্থান | গঙ্গা |
| মোহনা | |
• অবস্থান | কপোতাক্ষ |
| দৈর্ঘ্য | ১৯৩ কিলোমিটার (১২০ মাইল)[১] |
| অববাহিকার বৈশিষ্ট্য | |
| নদী ব্যবস্থা | পাম্পিং |
গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প বা জি-কে প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ প্রকল্প, যার আওতায় বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪টি জেলা রয়েছে, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা এবং ঝিনাইদহ জেলা। এই চার জেলার ১৩টি উপজেলা যথা: কুষ্টিয়া সদর, কুমারখালী, খোকসা, মিরপুর, ভেড়ামারা, চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, ঝিনাইদহ সদর, হরিণাকুন্ড, শৈলকূপা, মাগুরা সদর, শ্রীপুর এবং দৌলতপুরে এই সেচ প্রকল্পের কার্যক্রম বিস্তৃত।
ইতিহাস
[সম্পাদনা]১৯৫১ সালে পরিচালিত প্রাথমিক জরিপের পর ১৯৫৪ সালে পাকিস্তান সরকার প্রস্তাবিত জি-কে প্রকল্প অনুমোদন করে। ১৯৫৪-৫৫ অর্থ বছরে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। ১৯৬২-৬৩ মৌসুমে প্রকল্পভুক্ত এলাকায় স্থানীয় কিছু উন্নত জাতের ধান চাষ করা হয়। ১৯৮৪ সালে পানি সরবরাহের পরিমাণ বৃদ্ধির জন্য ব্যাপক সংস্কার কাজ গৃহীত হয় এবং ১৯৯৩ সালে তা সমাপ্ত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "জিকের দৈর্ঘ্য"। ১২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮।