গাজোল সমষ্টি উন্নয়ন ব্লক
অবয়ব
| গাজোল সমষ্টি উন্নয়ন ব্লক | |
|---|---|
| সমষ্টি উন্নয়ন ব্লক | |
| Location in West Bengal, India | |
| স্থানাঙ্ক: ২৫°১৩′১৪″ উত্তর ৮৮°১১′২১″ পূর্ব / ২৫.২২০৪৮০০° উত্তর ৮৮.১৮৯২৭০০° পূর্ব | |
| দেশ | ভারত |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | মালদা |
| সরকার | |
| • ধরন | সমষ্টি উন্নয়ন আধিকারিক |
| আয়তন | |
| • মোট | ৫১৩.৭৩ বর্গকিমি (১৯৮.৩৫ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১১) | |
| • মোট | ৩,৪৩,৮৩০ |
| • জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
| ভাষা | |
| • সরকারি | বাংলা, ইংরেজি |
| সময় অঞ্চল | ভারতীয় সময় (ইউটিসি+৫:৩০) |
| আইএসও ৩১৬৬ কোড | IN-WB |
| লোকসভা নির্বাচন কেন্দ্র | মালদা উত্তর |
| বিধানসভা নির্বাচন কেন্দ্র | গাজোল |
| ওয়েবসাইট | malda |
গাজোল সমষ্টি উন্নয়ন ব্লক হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার মালদা সদর মহকুমার অন্তর্গত একটি প্রশাসনিক বিভাগ। এই ব্লকটি গাজোল থানার অন্তর্গত। গাজোল এই ব্লকের সদর।[১]
ভূগোল
[সম্পাদনা]গাজোল ২৫°১৩′১৪″ উত্তর ৮৮°১১′২১″ পূর্ব / ২৫.২২০৪৮০০° উত্তর ৮৮.১৮৯২৭০০° পূর্বঅক্ষ-দ্রাঘিমাংশে অবস্থিত। গাজোল ব্লকের আয়তন ৫১৩.৭৩ বর্গ কিলোমিটার।[২]
গ্রাম পঞ্চায়েত
[সম্পাদনা]গাজোল ব্লক অন্তর্গত গ্রাম পঞ্চায়েত গুলি হলো-
- আলাল
- বাবুপুর
- বৈরগাছি ১
- বৈরগাছি ২
- চাকনাগার
- দেওতলা
- গাজোল ১
- গাজোল ২
- করকচ
- মাঝরা
- পাণ্ডুয়া
- রানীগঞ্জ ১
- রানীগঞ্জ ২
- শাহজাদপুর
- সালাইডাঙ্গা
জনপরিসংখ্যান
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, গাজোল ব্লকের জনসংখ্যা ৩৪৩,৮৩০। এর মধ্যে ১৭৪,৫৩৬ জন পুরুষ ও ১৬৯,২৯৪ জন মহিলা।[৩]
জনসংখ্যা
[সম্পাদনা]| গ্রাম পঞ্চায়েত অনুযায়ী গাজোল ব্লকের জনসংখ্যা (২০১১ জনগণনা)[৪] | |||||||
|---|---|---|---|---|---|---|---|
| গ্রাম পঞ্চায়েত | পুরুষ | মহিলা | মোট |
|---|---|---|---|
| আলাল | ১৭৪৮২ | ১৬৭৬২ | ৩৪২৪৪ |
| করকচ | ১২১৪১ | ১১৫৩২ | ২৩৬৭৩ |
| দেওতলা | ১০৮২০ | ১০৩৭১ | ২১১৯১ |
| বাবুপুর | ৬৭৭৬ | ৬৭৬২ | ১৩৫৩৮ |
| সালাইডাঙ্গা | ১৪৬৭৬ | ১৪২৫৩ | ২৮৯২৯ |
| গাজোল ১ | ১৫৭০৩ | ১৫৪৭৩ | ৩১১৭৬ |
| গাজোল ২ | ৯২০৮ | ৯২৩৪ | ১৮৪৪২ |
| শাহজাদপুর | ১১৮০৬ | ১১৬৭২ | ২৩৪৭৮ |
| চাকনাগর | ৮৯৯০ | ৮৬৫০ | ১৭৬৪০ |
| বৈরগাছি ১ | ৬৪৫৭ | ৬৩০২ | ১২৭৫৯ |
| বৈরগাছি ২ | ১১৮৫৩ | ১১৫৫৫ | ২৩৪০৮ |
| পাণ্ডুয়া | ১৭৮৪৯ | ১৭১৫০ | ৩৪৯৯৯ |
| রানীগঞ্জ ১ | ৭৫২৬ | ৭১১১ | ১৪৬৩৭ |
| রানীগঞ্জ ২ | ৯৬৭৩ | ৯৩২৬ | 18999 |
| মাঝরা | ১৩৫৭৬ | ১৩১৪১ | ২৬৭১৭ |
| মোট | ১৭৪৫৩৬ | ১৬৯২৯৪ | ৩৪৩৮৩০ |
সাক্ষরতা
[সম্পাদনা]২০১১ সালের জনগণনা অনুসারে, গাজোল ব্লকের ৩৪৩,৮৩০ জনের মধ্যে ১৮৯০১৪ জন স্বাক্ষর। তার মধ্যে ১০৬২১৭ জন পুরুষ ও ৮২৭৯৭ জন মহিলা।[৩]
কলেজ
[সম্পাদনা]- গাজল মহাবিদ্যালয়
- আদর্শবানি টিচেরস ট্রেনিং কলেজ
- পাণ্ডুয়া আইডিয়াল টিচেরস ট্রেনিং কলেজ
- উত্তর মালদা শিক্ষক 'শিক্ষা কলেজ
- ডেভিড হেয়ার টিচার্স ট্রেনিং কলেজ
উচ্চ বিদ্যালয়
[সম্পাদনা]- পান্ডুয়া এ কে উচ্চ বিদ্যালয
- গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুল
- শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতন
- ময়না উচ্চ বিদ্যালয়
- ধর্নি ভুবন শশী বিদ্যাপতি (এইচএস)
- রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়
- চন্দ্রবতী সাহা বিদ্যাপতি
- তরিকুল সরকার উচ্চ বিদ্যালয়
- হাতিমারী উচ্চ বিদ্যালয় (এইচএস)
পাদটীকা
[সম্পাদনা]- ↑ "Contact details of Block Development Officers"। Malda district। West Bengal Government। ২১ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Gazole at a Glance"। Maldah District। District administration। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১১।
- 1 2 "C.D. Block Wise Primary Census Abstract Data(PCA)"। West Bengal – District-wise CD Blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৫।
- ↑ "GP wise population"। www.malda.gov.in। ৮ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৭।