বিষয়বস্তুতে চলুন

গোল্ডেন গ্লোব সেসিল বি. ডামিল পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেসিল বি ডামিল পুরস্কার
সেসিল বি ডামিল পুরস্কারের প্রতিমূর্তি
বিবরণ"বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার
দেশযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত২১ ফেব্রুয়ারি, ১৯৫২
বর্তমানে আধৃতটম হ্যাঙ্কস
ওয়েবসাইটGoldenGlobes.org

সেসিল বি. ডামিল পুরস্কার "বিশ্ব চলচ্চিত্রে অসাধারণ অবদানের" জন্য হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত একটি সম্মানিত গোল্ডেন গ্লোব পুরস্কার। প্রথম এই পুরস্কার প্রদান করা হয় ২১ ফেব্রুয়ারি, ১৯৫২ ৯ম গোল্ডেন গ্লোব পুরস্কার অনুষ্ঠানে এবং প্রথম গ্রহীতা ছিলেন সেসিল বি. ডামিল। প্রতি বছর হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন বোর্ড অফ ডিরেক্টরেরা সম্মানিত বিজয়ীদের নির্বাচন করে। ১৯৭৬ ও ২০০৮ সালের কোন পুরস্কার প্রদান করা হয় নি। জুডি গারল্যান্ড প্রথম নারী হিসেবে এই পুরস্কার লাভ করেন। ৩৯ বছর বয়সে তিনি এই পুরস্কার লাভ করেন এবং তিনিই সর্বকনিষ্ঠ বিজয়ী। স্যামুয়েল গোল্ডউইন ৯৩ বছর বয়সে এই পুরস্কার লাভ করেন এবং তিনি বয়োজ্যেষ্ঠ বিজয়ী। ১৯৮২ সালে সিডনি পোয়াটিয়ে প্রথম আফ্রো-আমেরিকান হিসেবে এই পুরস্কার লাভ করেন।[]

সম্মানিত বিজয়ীরা

[সম্পাদনা]
বছরসম্মানিতবয়স
১৯৫২সেসিল বি. ডামিল৭১
১৯৫৩ওয়াল্ট ডিজনি৫১
১৯৫৪ডেরিল এফ জানুক৫১
১৯৫৫জিন হারশল্ট৬৮
১৯৫৬জ্যাক এল. ওয়ার্নার৬৩
১৯৫৭মারভিন লেরয়৫৬
১৯৫৮বাডি অ্যাডলার৪৮
১৯৫৯মোরিস শ্যভালিয়ে৭০
১৯৬০বিং ক্রাজবি৫৬
১৯৬১ফ্রেড অ্যাস্টেয়ার৬০
১৯৬২জুডি গারল্যান্ড৩৯
১৯৬৩বব হোপ৫৯
১৯৬৪জোসেফ ই. লেভিন৫৮
১৯৬৫জেমস স্টুয়ার্ট৫৬
১৯৬৬জন ওয়েন৫৮
১৯৬৭চার্লটন হেস্টন৪৩
১৯৬৮কার্ক ডগলাস৫১
১৯৬৯গ্রেগরি পেক৫২
১৯৭০জোয়ান ক্রাফোর্ড৬৫
১৯৭১ফ্রাঙ্ক সিনাত্রা৫৫
১৯৭২আলফ্রেড হিচকক৭২
১৯৭৩স্যামুয়েল গোল্ডউইন৯৩
১৯৭৪বেটি ডেভিস৬৫
১৯৭৫হাল বি. ওয়ালিস৭৬
১৯৭৬পুরস্কার দেওয়া হয় নি-
১৯৭৭ওয়াল্টার মিরিচ৫৫
১৯৭৮রেড স্কেলটন৬৪
১৯৭৯লুসিল বল৬৭
১৯৮০হেনরি ফন্ডা৭৪
১৯৮১জিন কেলি৬৮
১৯৮২সিডনি পোয়াটিয়ে৫৪
১৯৮৩লরন্স অলিভিয়ে৭৫
১৯৮৪পল নিউম্যান৫৯
১৯৮৫এলিজাবেথ টেইলর৫২
১৯৮৬বারবারা স্ট্যানউইক৭৮
১৯৮৭অ্যান্থনি কুইন৭১
১৯৮৮ক্লিন্ট ইস্টউড৫৭
১৯৮৯ডরিস ডে৬৪
১৯৯০অড্রি হেপবার্ন৬০
১৯৯১জ্যাক লেমন৬৫
১৯৯২রবার্ট মিচাম৭৪
১৯৯৩লরেন বাকল৬৮
১৯৯৪রবার্ট রেডফোর্ড৫৭
১৯৯৫সোফিয়া লরেন৬০
১৯৯৬শন কনারি৬৫
১৯৯৭ডাস্টিন হফম্যান৫৯
১৯৯৮শার্লি ম্যাকলেইন৫৩
১৯৯৯জ্যাক নিকোলসন৬১
২০০০বারবারা স্ট্রাইস্যান্ড৫৭
২০০১আল পাচিনো৬০
২০০২হ্যারিসন ফোর্ড৫৯
২০০৩জিন হ্যাকম্যান৭২
২০০৪মাইকেল ডগলাস৫৯
২০০৫রবিন উইলিয়ামস৫৩
২০০৬অ্যান্থনি হপকিন্স৬৮
২০০৭ওয়ারেন বেটি৬৯
২০০৮পুরস্কার দেওয়া হয় নি-
২০০৯স্টিভেন স্পিলবার্গ *৬২
২০১০মার্টিন স্কোরসেজি৬৭
২০১১রবার্ট ডি নিরো৬৭
২০১২মরগান ফ্রিম্যান৭৪
২০১৩জোডি ফস্টার৫০
২০১৪উডি অ্যালেন **৭৮
২০১৫জর্জ ক্লুনি৫৩
২০১৬ডেনজেল ওয়াশিংটন৬১
২০১৭মেরিল স্ট্রিপ৬৭
২০১৮ওপরা উইনফ্রি৬৩
২০১৯জেফ ব্রিজেস৭০
২০২০টম হ্যাঙ্কস৬৩

পাদটীকা

[সম্পাদনা]

*২০০৭ সালের আমেরিকার রাইটার্স গিল্ড ধর্মঘট-এর কারণে ২০০৮ সালের অনুষ্ঠান বাতিল করা হয়; হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন ২০০৯ সালের সাথে একত্রে এই বছরের পুরস্কার প্রদান করে।[]
**উডি অ্যালেনের পুরস্কার গ্রহণ করেন ডায়ান কিটন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The Cecil B. DeMille Award"GoldenGlobes.org। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১১
  2. "Spielberg Globe honour 'deferred'"বিবিসি নিউজ। ৯ জানুয়ারি ২০০৮।

বহিঃসংযোগ

[সম্পাদনা]