চুকনগর গণহত্যা
| চুকনগর গণহত্যা | |
|---|---|
| বাংলাদেশে গণহত্যার অংশ | |
| স্থান | চুকনগর, খুলনা, পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) |
| তারিখ | ২০ মে ১৯৭১ (UTC+৬:০০) |
| লক্ষ্য | বাঙালি হিন্দু [১] |
| হামলার ধরন | অগ্নিসংযোগ, গণহত্যা, জাতিগত নির্মূল |
| ব্যবহৃত অস্ত্র | হালকা মেশিনগান, আধা-স্বয়ংক্রিয় রাইফেল |
| নিহত | ১০,০০০ - ১২,০০০[১] |
| হামলাকারী দল | পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার |
| কারণ | হিন্দুবিদ্বেষী মনোভাব, বর্ণবাদ |
চুকনগর গণহত্যা হলো ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী এবং স্থানীয় সহযোগীদের দ্বারা সংঘটিত বাঙালি হিন্দুদের একটি গণহত্যা।[১] ১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়ায় এই গণহত্যা সংঘটিত হয়[২] এবং এটি ছিল যুদ্ধের সময়কার বৃহত্তম গণহত্যাগুলির মধ্যে একটি।[৩]
অবস্থান
[সম্পাদনা]চুকনগর খুলনার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত।ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে চুকনগর বাজার অবস্থিত। চুকনগর খুলনা শহর থেকে প্রায় ৩২ কি,মি পশ্চিমে ভদ্রা নদীর তীরে অবস্থিত এবং ভারতীয় সিমান্তের নিকটবর্তী অঞ্চল[৪]
হত্যাকাণ্ড
[সম্পাদনা]চুকনগর গণহত্যা একটি সামরিক গণহত্যা যা পাকিস্তান সেনাবাহিনী এদেশীয় রাজাকার -আলবদর বাহিনীর সহায়তায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত করে। গণহত্যাটি ১৯৭১ সালের ২০ মে ঘটে। চুকনগর ভারতীয় সীমান্তের নিকটবর্তী হওয়ায় স্বাধীনতাযুদ্ধ শুরু হবার পর বিভিন্ন স্থান থেকে লোকজন সীমান্ত অতিক্রমের জন্য এখানে এসে জড়ো হয়। বাংলাদেশের খুলনা ও বাগেরহাট থেকে ভদ্রা নদী পাড়ি দিয়ে প্রায় লক্ষাধিক মানুষ চুকনগরে এসে জড়ো হয়। ২০ মে বেলা ১১টার সময় মিলিটারির দুটি দল একটি ট্রাক ও একটি জিপ গাড়িতে এসে চুকনগর বাজারের উত্তর প্রান্তে "কাউতলা" নামক একটি স্থানে এসে থামে। পাতখোলা বাজার থেকে তারা গুলি চালনা শুরু করে এবং পরবর্তীতে চুকনগর বাজারের দিকে অগ্রসর হয়[৪]। বিকেল তিনটা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে মৃতের সংখ্যা ১৩ হাজার বা তারও বেশি।[৫][৬] মৃতদেহগুলো পাক বাহিনী নদীতে নিক্ষেপ করে এবং পরবর্তীতে স্থানীয় লোকজন অবশিষ্ট দেহগুলোর অধিকাংশ নদীর পানিতে ফেলে দিতে বাধ্য হন।[৫]
স্মৃতিসৌধ
[সম্পাদনা]
হত্যাকাণ্ডে নিহতদের স্মৃতির উদ্দেশ্যে চুকনগরে একটি স্মৃতিসৌধ স্থাপন করা হয়েছে যা "চুকনগর শহীদ স্মৃতিস্তম্ভ" নামে পরিচিত।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Recognize Chuknagar Genocide, demand activists"। ঢাকা ট্রিবিউন। ২১ মে ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২২।
- ↑ Rahman, Md Mujibur (২০ মে ২০১৩), ২০ মে চুকনগর গণহত্যা দিবস [20 May Chuknagar Day Massacre], The Daily Janakantha, ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত, সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০১৫
- ↑ "Chuknagar genocide day observed", New Age (Bangladesh), পৃ. ১১, ২১ মে ২০০৬, ২৩ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
- 1 2 ১৯৭১ চুকনগরে গণহত্যা,সম্পাদনাঃ মুনতাসির মামুন,বাংলাদেশ চর্চা(পরিবেশক ইউ,পি,এল),২০০২ (পৃ ৮-৯) উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "book" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 Alam, Masud; Abdullah, Kazi (20 May), "চুকনগর গণহত্যা", দৈনিক প্রথম আলো, পৃ. ১১
{{citation}}:|date=এর মান পরীক্ষা করুন (সাহায্য) - ↑ "Chuknagar: The largest genocide during the Bangladesh Liberation War in 1971"। Muktodhara। ১৯ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০০৭।
আরও পড়ুন
[সম্পাদনা]- ত্রিপাঠী, সলিল (২০১৬)। দ্য কর্নেল হু উড নট রিপেন্ট: দ্য বাংলাদেশ ওয়ার অ্যান্ড ইটস আনকোয়ায়েট লেগেসি। ইয়েল ইউনিভার্সিটি প্রেস। পৃ. ১১৮–১২৪। আইএসবিএন ৯৭৮-০-৩০০-২১৮১৮-৩।