বিষয়বস্তুতে চলুন

রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়
অবস্থান
,
বাংলাদেশ
তথ্য
ধরনসরকারি, মাধ্যমিক বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল১৯৮১; ৪৪ বছর আগে (1981)
বিদ্যালয় জেলাখাগড়াছড়ি জেলা
ইআইআইএন১০৬৮১০
প্রধান শিক্ষকমোহাম্মদ আতাউল্লাহ
শিক্ষকমণ্ডলী
কর্মচারী
শ্রেণি৬ষ্ঠ- ১০ম
লিঙ্গসহশিক্ষা
শিক্ষার্থী সংখ্যা৩৩৯ জন (২০২৩)
শিক্ষা ব্যবস্থাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
শিক্ষায়তন৩.৫ একর
ক্যাম্পাসের ধরনগ্রাম্য ও পাহাড়ি
অন্তর্ভুক্তিচট্টগ্রাম শিক্ষা বোর্ড
ওয়েবসাইটraninihardghs.gov.bd

রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এটি ১৯৮১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ২২ই ডিসেম্বর, ১৯৮৮-এ জাতীয়করণ করা হয়।[]

ইতিহাস

[সম্পাদনা]

বিদ্যালয়টির ভূমিদাতা ছিলেন তৎকালীন মং রাজা বীর মুক্তিযোদ্ধা মংপ্রুসাইন বাহাদুরের স্ত্রী রাণী নিহার দেবী। তাঁর নামানুসারে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। তৎকালীন কিছু কলেজ শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগীদের প্রচেষ্টায় ১৯৮১ সালে প্রতিষ্ঠা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপর ১৯৮৬ সালের ২৫ জন শিক্ষার্থী প্রথমবারের মত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে ১৯৮৮ সালে ১০টি সৃষ্টপদের অনূকুলে শিক্ষক অনুমোদনের পাশাপাশি ওই শিক্ষা প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rani Nehar Devi Govt. High School"
  2. "রাণী নিহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় চার দশকেও কাটেনি শিক্ষক স্বল্পতা"