সাতকানিয়া মডেল হাই স্কুল
| সাতকানিয়া মডেল হাই স্কুল | |
|---|---|
স্কুলের প্রধান গেট | |
| অবস্থান | |
![]() | |
স্কুল রোড, সাতকানিয়া, চট্টগ্রাম | |
| তথ্য | |
| বিদ্যালয়ের ধরন | মাধ্যমিক বিদ্যালয় বেসরকারি |
| প্রতিষ্ঠাকাল | ১৯০২ |
| বিদ্যালয় বোর্ড | চট্টগ্রাম শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড |
| বিদ্যালয় জেলা | চট্টগ্রাম জেলা |
| ইআইআইএন | ১০৪৯৯৫ |
| প্রধান শিক্ষক | মো ইলিয়াস (ভারপ্রাপ্ত) |
| অনুষদ | বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও ভোকেশনাল |
| শ্রেণি | ৬ষ্ঠ-১০ম |
| শিক্ষার্থী সংখ্যা | ১৫০০+ |
| শিক্ষা ব্যবস্থা | বাংলা |
| ক্যাম্পাসের ধরন | টাউন |
| প্রকাশনা | ঊষা |
| EIIN নাম্বার | ১০৪৯৯৫ |
সাতকানিয়া মডেল হাই স্কুল বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার একটি প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান৷ এটি বয়েজ স্কুল নামে সমধিক পরিচিত৷[১][২]
অবস্থান
[সম্পাদনা]বিদ্যালয়টি সাতকানিয়া উপজেলা সদরের পশ্চিমে এবং সাতকানিয়া থানার পূর্বে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]সাতকানিয়া মডেল হাই স্কুল ১৯০২ সালে স্থাপিত হয়।
অবকাঠামো
[সম্পাদনা]স্কুলের বেশ কয়েকটি একাডেমিক ভবন আছে। এর লাইব্রেরীটি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সংযুক্ত। ৫২ এর ভাষা সৈনিক ও ৭১ এর মহান মুক্তিযোদ্ধাদের স্মরণে রয়েছে শহীদ মিনার। বিজ্ঞান শিক্ষার নিমিত্তে এখানে সুসজ্জিত এবং পরিপূর্ণ ল্যাব রয়েছে পদার্থ বিদ্যা, রসায়ন, জীব বিদ্যা, কম্পিউটার বিজ্ঞান। রয়েছে ছাত্রাবাস ও ক্যান্টিন। বিদ্যালয়ের পাশেই স্কুল মসজিদ রয়েছে।এটি স্কুল মসজিদ নামে পরিচিত৷ ছাত্র-শিক্ষকরা এখানে একসাথে নামায আদায় করে থাকেন। এছাড়া পার্শ্ববর্তী এলাকার মুসল্লীদের জন্যেও এই মসজিদ উন্মুক্ত থাকে।
শিক্ষকবৃন্দ
[সম্পাদনা]প্রাক্ত প্রধান শিক্ষকবৃন্দ
- মরহুম আব্দুল মোমেন চৌধুরী (১৯৮৪-২০১২)
- রফিকুল ইসলাম (২০১২-২০২০)
- বর্তমান প্রধান শিক্ষক
মো: ইলিয়াস (ভারপ্রাপ্ত)
ব্যবস্থাপনা
[সম্পাদনা]একাডেমিক কার্যক্রম
[সম্পাদনা]সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]- স্কাউট
- বিশ্ব সাহিত্য কেন্দ্র
- খেলাধুলা৷
উল্লেখযোগ্য শিক্ষার্থী
[সম্পাদনা]- ছিদ্দিক আহমদ - বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
- শহীদুল জহির - ঔপন্যাসিক, গল্পকার এবং সরকারি পদস্থ কর্মকর্তা।
- আনোয়ারুল আজিম আরিফ - শিক্ষাবিদ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://satkania.chittagong.gov.bd/node/660144/সাতকানিয়া-মডেল-হাই-স্কুল%5B%5D
- ↑ "Satkania Model High School"। sohopathi.com। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০।
