সূতী ভি. এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
| সূতী ভি. এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় | |
|---|---|
| ঠিকানা | |
৩নং ওয়ার্ড, গোপালপুর পৌরসভা গোপালপুর-১৯৯০ বাংলাদেশ | |
| তথ্য | |
| প্রতিষ্ঠাকাল | ০২ জানুয়ারি, ১৯২০ |
| বিদ্যালয় বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড |
| বিদ্যালয় জেলা | টাঙ্গাইল |
| বিদ্যালয় কোড | ৪৫৫৮ |
| ইআইআইএন | ১১৪২০৮ |
| প্রধান শিক্ষক | মো. আতিকুর রহমান |
| ভাষা | বাংলা |
| ওয়েবসাইট | https://www.svmschool.edu.bd/ |
সূতী ভি. এম. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় অবস্থিত একটি সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান।[১]
ইতিহাস
[সম্পাদনা]১৯২০ সালের ০২ জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[২] এরপর তৎকালীন সরকার থেকে স্মীকৃতি ও পাঠদানের অনুমতি পায় ১৯৮৪ সালের পহেলা জুন।[২] এরপর ১৯৯৮ সালের পহেলা অক্টোবর প্রথম এমপিওভুক্ত হয়।[২] তারপর ২৮ মে, ২০১৮ সালে বিদ্যালয়টি জাতীকরণ হয় এবং ২০২৩ সালের ১০ এপ্রিল এডহক ভিত্তিতে বিদ্যালয়ের ২৪ জন শিক্ষক/শিক্ষিকাকে[৩] ও ৯জন কর্মচারীর[৪] এমপিও বাতিল ও সরকারি ভাতাদির অর্ন্তভুক্ত করে নিয়োগ প্রদান করা হয়।
শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। এখানে সাধারণ শিক্ষাধারার পাশাপাশি কারিগরি শিক্ষাধারায় এবং বাংলা ভাষায় পাঠদান পরিচালিত হয়। সিলেবাস অনুযায়ী স্কুলটিতে বছরে দুইটি পরীক্ষা নেওয়া হয়, অর্ধ-বার্ষিকী এবং বার্ষিকী।
সাধারণ মাধ্যমিক শাখা
[সম্পাদনা]৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তির পাশাপাশি অন্যান্য শ্রেণিতে পরীক্ষা দিয়ে ভর্তির সুযোগ রয়েছে এই বিদ্যালয়টিতে। ৯ম-১০ম শ্রেণিতেও বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ চালু আছে বিদ্যালয়টিতে।
কারিগরি শাখা
[সম্পাদনা]শুধুমাত্র ৯ম ও ১০ শ্রেণিতে একটি কারিগরি শাখা রয়েছে। এখানে উত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসি (ভোকেশনাল) সনদ প্রাপ্ত হয়। এখানে তিনটি ট্রেডে পড়াশোনার সুযোগ রয়েছে। সেগুলো হলো: জেনারেল মেকানিক্স, বিল্ডিং মেইনটেন্যান্স, জেনারেল ইলেকট্রিক্যাল।[২]
অবকাঠামো
[সম্পাদনা]বিদ্যালয়টির মোট আয়তন ৪৬৫ শতাংশ। ৯৫ শতাংশ জুড়ে রয়েছে বিদ্যালয়ের পাঠদানের ভবন। এর ১৯১ শতাংশ জুড়ে রয়েছে একটি খেলার মাঠ।
সহ-শিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]- স্কাউটিং ও গার্ল গাইডিং
- বিতর্ক প্রতিযোগিতা
- বিশ্বসাহিত্য কেন্দ্র
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "গোপালপুর উপজেলা"। উইকিপিডিয়া। ১৩ মার্চ ২০২৪।
- 1 2 3 4 "স্কুল তথ্য"। EDUCATION MANAGEMENT INFORMATION SYSTEM (EMIS)। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল এর ২৪ জন শিক্ষক/শিক্ষিকাকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "সূতী ভি.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গোপালপুর, টাঙ্গাইল এর ৯ জন কর্মচারীকে এডহক ভিত্তিতে নিয়োগ প্রদান"। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)