বিষয়বস্তুতে চলুন

পশ্চিমবঙ্গ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি

পশ্চিমবঙ্গ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি
ধরনস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
স্থাপিত১৯১৪; ১১১ বছর আগে (1914)
মূল প্রতিষ্ঠান
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর (পশ্চিমবঙ্গ)
সভাপতিস্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, পশ্চিমবঙ্গ
সচিবমিঃ ডি.কে ঘোষ
ঠিকানা
১৪সি ,বেলেঘাটা মেইন রোড, কলকাতা: ৭০০০৮৫
, , ,
২২°৩৩′৫৫″ উত্তর ৮৮°২৩′১৯″ পূর্ব / ২২.৫৬৫৩২৮° উত্তর ৮৮.৩৮৮৬৭৫° পূর্ব / 22.565328; 88.388675
ওয়েবসাইটhttps://smfwb.in/
মানচিত্র

পশ্চিমবঙ্গ স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি ( SMFWB ) হল একটি স্বায়ত্তশাসিত সংস্থা [] যা ভারতে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা গঠিত [][]। রাজ্য সরকার কর্তৃক অনুমোদিত পাঠ্যক্রম অনুসারে বিভিন্ন অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স [][] পরিচালনা করার এবং সফল প্রার্থীদের ডিপ্লোমা/শংসাপত্র প্রদান করার ক্ষমতা দেওয়া হয়েছে। ফ্যাকাল্টি 2015 সালে তার শতবর্ষ উদ্‌যাপন করেছে, ৷ [][]

ইতিহাস

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি (পূর্বে দ্য স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, বেঙ্গল নামে পরিচিত) 1914 সালে ভারতের তৎকালীন গভর্নর জেনারেল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা " দ্য ইন্ডিয়ান মেডিকেল গেজেট " ( ভলিউম 49, ইস্যুতে প্রকাশিত একটি ঐতিহাসিক বিবরণে বিশদভাবে উল্লেখ করা হয়েছে। 10, পৃষ্ঠা 404-408, 1914 )। [][] ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তার Licentiate in Medicine and Surgery (LMS) কোর্স বন্ধ করার পর একটি বিকল্প চিকিৎসা শিক্ষা প্রদানের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটিকে স্থাপন করা হয়।

যারা এমবি ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারেনি তাদের চিকিৎসা শিক্ষা প্রদানের লক্ষ্যে ফ্যাকাল্টি গঠিত হয়েছিল। ফ্যাকাল্টি এর অধীন লাইসেন্টিটেট ইন মেডিকেল ফ্যাকাল্টিতে (এলএমএফ), লাইসেন্টিটেট ইন ডেন্টাল সার্জারি (এলডিএস), মেম্বার অফ মেডিকেল ফ্যাকাল্টি (এমএমএফ) ইত্যাদি ডিপ্লোমা কোর্স পড়ানো হত। প্রতিষ্ঠার সময়, সারা বাংলার বিভিন্ন মেডিকেল স্কুল যেমন ক্যাম্পবেল মেডিকেল স্কুল, ক্যালকাটা মেডিকেল স্কুল, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল স্কুল, লিটন মেডিকেল স্কুল, ময়মনসিংহ, রোনাল্ডশে মেডিকেল স্কুল, বর্ধমান, জ্যাকসন মেডিকেল স্কুল, জলপাইগুড়ি ইত্যাদি এর অধিভুক্ত ছিল ডিপ্লোমা কোর্স পরিচালনার উদ্দেশ্যে।

ভারত স্বাধীন হওয়ার পর, কেন্দ্রীয় সরকার মেডিকেল শিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনে। ফ্যাকাল্টি দ্বারা পরিচালিত এল এম এস কোর্সে ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। ফলস্বরূপ, 1948 সালে, মেডিকেল ফ্যাকাল্টি (এলএমএফ) কোর্সটি বিলুপ্ত করা হয়, তারপরে মেডিকেল ফ্যাকাল্টি (এমএমএফ) কোর্সের সদস্যপদ পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। উপরন্তু, কলকাতা বিশ্ববিদ্যালয় বিডিএস প্রোগ্রাম অফার করা শুরু করায় ফ্যাকাল্টি দ্বারা প্রদত্ত এলডিএস কোর্সটিও পর্যায়ক্রমে বন্ধ হয়ে যায়। বর্তমান দিনে, পশ্চিমবঙ্গের স্টেট মেডিকেল ফ্যাকাল্টি প্যারামেডিক্যাল (অ্যালাইড হেলথ সায়েন্স) শিক্ষার নিয়ন্ত্রণ এবং পরিচালনার দায়িত্ব পালন করছে। এটি এখন পশ্চিমবঙ্গ জুড়ে রাজ্য সরকার অনুমোদিত প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এবং কাউন্সেলিং পরিচালনা করে। ফ্যাকাল্টি সরকারী এবং বেসরকারী প্যারামেডিক্যাল স্কুল এবং কলেজ উভয়ের জন্য অনুমোদন কর্তৃপক্ষ হিসাবে কাজ করে।

শিক্ষায়তনিক বিষয়

[সম্পাদনা]

পশ্চিমবঙ্গের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি SMFWBEE [] (স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশন) নামক প্রবেশিকা পরীক্ষার আয়োজন করে এবং পরিচালনা করে যার দ্বারা প্যারামেডিক্যাল কোর্সে [১] অন্তর্ভুক্ত কলেজগুলিতে পরীক্ষায় উত্তীর্ণদের মেধার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলে।

মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা [প্যাথলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি] : DMLT [টেক] : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষা পরবর্তী প্রশিক্ষণ
রেডিওগ্রাফিতে ডিপ্লোমা [ ডায়াগনস্টিক ] : ডিআরডি [ টেক ] : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ।
ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি : ডিপিটি : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ।
রেডিওথেরাপিউটিক প্রযুক্তিতে ডিপ্লোমা : DRT [ টেক ] : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ॥
অপথালমিক টেকনিক সহ অপটোমেট্রিতে ডিপ্লোমা : D.OPT : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামুলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ॥
নিউরো ইলেক্ট্রো ফিজিওলজিতে ডিপ্লোমা: ডিএনইপি: 2 বছর + 6 মাস (ছয় মাস) পরীক্ষার পরের বাধ্যতামূলক প্রশিক্ষণ।
পারফিউশন প্রযুক্তিতে ডিপ্লোমা: ডিপিএফটি : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ॥
ক্যাথ-ল্যাব টেকনিশিয়ানে ডিপ্লোমা : ডিসিএলটি : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ॥
ডিপ্লোমা ইন ডায়ালাইসিস টেকনিক : ডায়ালাইসিস টেকনিশিয়ান : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ॥
ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা : DCCT : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পরীক্ষার পরবর্তী প্রশিক্ষণ।
ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি : ডট : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পোস্ট পরীক্ষার প্রশিক্ষণ।
ডায়াবেটিস কেয়ার টেকনোলজিতে ডিপ্লোমা : ডিডিসিটি : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পোস্ট পরীক্ষার প্রশিক্ষণ।
ডিপ্লোমা ইন ইলেক্ট্রোকার্ডিওগ্রাফিক টেকনিক : ইসিজি টেকনিশিয়ান : 2 বছর + 6 মাস (ছয় মাস) বাধ্যতামূলক পোস্ট পরীক্ষার প্রশিক্ষণ।
ফার্মেসিতে ডিপ্লোমা : ডিফার্ম

তথ্যসূত্র সমুহ

[সম্পাদনা]
  1. 1 2 "The State Medical Faculty, Bengal"। ১৯১৪: ৪০৪–৪০৮। পিএমসি 5181377পিএমআইডি 29006334 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. "Seats of Para Medical Courses in different Medical Colleges Institutions for 2008 (State Medical Faculty of West Bengal)"Ministry of Health & Family Welfare (West Bengal)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Exercise of Power Conferred under Article 3 of the Statutes of SMF of WB" (পিডিএফ)Ministry of Health & Family Welfare (West Bengal)। ১৫ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  4. "প্যারা মেডিক্যাল পড়তে চান? সুযোগ রয়েছে রাজ্যের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টিতে"www.anandabazar.com। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২৫
  5. "Notification on SMFWB in the official website of Ministry of health and family welfare (West Bengal)" (পিডিএফ)Ministry of Health & Family Welfare (West Bengal)। ২৩ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  6. "Event updates in official Website"State Medical Faculty of West Bengal
  7. "State Medical Faculty of West Bengal"smfwb.in। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫
  8. "History and heritage of SMFWB"State Medical Faculty of West Bengal
  9. "SMFWB to declare Paramedical 1st Round Allotment Result 2019 today"Business Standard