মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
শুরু ও সমাপ্তির সময়
অংশগ্রহণের বিকল্প
অনলাইন ইভেন্ট
লিঙ্কটি সংগঠক পরে জানাবেন।
ইভেন্টের ধরন
বিষয়
ইভেন্ট চ্যাট গ্রুপে যোগ দিন
সময়ক্রম: ৫ – ১১ অক্টোবর ২০২৪

diff.wikimedia.org |
info-bn
wikimedia.org |
#MIAW |
![]()
মানসিক স্বাস্থ্য আমাদের সবার জীবনেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। সারা বিশ্বে কোটি-কোটি মানুষ প্রতিদিন মানসিক স্বাস্থ্যের ছোট-বড় নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বজুড়ে প্রতি আটজন মানুষের একজন মানসিক স্বাস্থ্যজনিত ব্যাধিতে ভুগছেন। এর প্রভাব কেবল একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়—এটি পরিবার, বন্ধু, সহকর্মী এবং পুরো সমাজের ওপর প্রভাব ফেলে। মানসিক স্বাস্থ্য এমন কিছু, যা আমরা প্রত্যেকেই অনুভব করি, সামলাই এবং যার জন্য কখনো না কখনো সহায়তার প্রয়োজন হয়। তাই কাউকেই যেন একা এসব সমস্যার মুখোমুখি হতে না হয়—এটাই মূল লক্ষ্য হওয়া উচিত।
মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুধাবন করে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস, ন্যাশনাল অ্যালায়েন্স অন মেন্টাল ইলনেসের (ন্যামি) প্রচেষ্টার মাধ্যমে, অক্টোবর মাসের প্রথম পূর্ণ সপ্তাহকে আনুষ্ঠানিকভাবে মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ' ঘোষণা করে। এরপর থেকে প্রতিবছর এই সপ্তাহে বিশ্বজুড়ে বিভিন্ন সম্প্রদায় একত্রিত হয়ে সচেতনতা বাড়ানো, কুসংস্কার ও কলঙ্কের বিরুদ্ধে লড়াই এবং মানসিক স্বাস্থ্যের জন্য সমর্থন গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।
এই উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় একটি বিশেষ অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে অংশগ্রহণকারীরা মানসিক অসুস্থতা-সংক্রান্ত নতুন নিবন্ধ তৈরি এবং বিদ্যমান নিবন্ধ উন্নয়নের মাধ্যমে জ্ঞানের প্রসারে অবদান রাখতে পারবেন। এবারের প্রতিপাদ্য: "সম্প্রীতির বন্ধন: একসাথে মানসিক সুস্থতার যত্নে" (Building Community: Supporting Mental Well-being Together)। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় যে অর্থবহ সম্পর্ক, স্থানীয় উদ্যোগ ও জনসচেতনতা একসাথে মানসিক স্বাস্থ্যের সহায়ক পরিবেশ গড়ে তুলতে পারে। সমাজের প্রতিটি স্তরে সহযোগিতা ও সহমর্মিতাই পারে মানসিক স্বাস্থ্য সহায়তাকে আরও দৃঢ় করতে।
নিয়মাবলী
- অবশ্যই প্রবেশকৃত (লগ-ইনকৃত) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে।
- অসম্পূর্ণ বা ছোট নিবন্ধ গ্রহণযোগ্য হবে না। নতুন মৌলিক নিবন্ধ তৈরির ক্ষেত্রে অন্তত ৩০০ শব্দ যুক্ত করতে হবে। অনুবাদের ক্ষেত্রে নিবন্ধটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে।
- তথ্যসূত্রবিহীন নিবন্ধ তৈরি করা যাবে না। নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে এবং সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলো যাচাইযোগ্য হতে হবে।
- কোন ক্রমেই অন্য কোনো ওয়েবসাইটের লেখা সরাসরি কপি করে যোগ করা যাবে না।
- সরাসরি যান্ত্রিক অনুবাদ (যেমন গুগল অনুবাদ বা চ্যাটজিপিটি ব্যবহার করে) গ্রহণযোগ্য নয়। অনুবাদ যন্ত্র ব্যবহার করা যেতে পারে, তবে নিবন্ধ জমা দেওয়ার আগে সমস্ত যান্ত্রিক অনুবাদ সংস্কার করা আবশ্যক।
- সম্পাদনা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না।
- নিবন্ধের গুণগত মান নিশ্চিত করতে হবে, যা পাঠকদের কাছে সহজবোধ্য এবং তথ্যসমৃদ্ধ হতে হবে।
- নিবন্ধ তৈরি করার পর পর্যালোচনার জন্য অবশ্যই এখানে জমা দিতে হবে। অন্যথায় আপনার নিবন্ধ প্রতিযোগিতার অংশ হিসেবে গ্রহণযোগ্য হবে না।
- যোগাযোগ
- সম্পাদনাসভা সম্পর্কিত যেকোনো প্রশ্ন, এখানে জিজ্ঞাসা করুন।
- স্বীকৃতি
- ন্যূনতম ৩টি সম্পূর্ণ নিবন্ধ গৃহীত হলে উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে।
- সম্পাদনাসভায় অংশগ্রহণকারী প্রত্যেকতেই সম্মানসূচক উইকিপদক প্রদান করা হবে।
অনুবাদ করার জন্য নিবন্ধের তালিকা কোথায় পাব?
আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা রয়েছে (তালিকা থেকে পূর্বে তৈরি হয় নি এমন যে কোনো নিবন্ধই অনুবাদ করতে পারেন। সংশ্লিষ্ট ইংরেজি নিবন্ধটিতে যাওয়ার পর যদি ডানদিকে উপরে
আইকনে ক্লিক করে 'বাংলা' দেখতে পান তাহলে বুঝতে হবে নিবন্ধটি আগেই তৈরি করা হয়েছে এবং সেটি পুনরায় তৈরি করা হতে বিরত থাকুন।)
নতুনরা কিভাবে নিবন্ধ তৈরি করবেন তা জানার জন্যে এই টিউটোরিয়াল দেখতে পারেন।
অংশগ্রহণ করুন
আপনি সম্পাদনাসভা চলাকালীন যে কোনও সময় যোগ দিতে পারেন। এই সম্পাদনাসভায় যারা অবদান রাখছেন, তারা নিজেদের ব্যবহারকারী পাতায় {{ব্যবহারকারী/মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ অবদানকারী}} টেমপ্লেট এবং অসম্পূর্ণ নিবন্ধের উপর {{কাজ চলছে}} টেমপ্লেট যোগ করতে পারেন।
নিবন্ধ জমা দিন
একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
(ন্যূনতম ১টি নিবন্ধ জমা দিলেই আপনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণকারী বিবেচিত হবেন)
পর্যালোচনা
নিবন্ধ পর্যালোচনায় সাহায্য করতে চাইলে আপনি একজন পর্যালোচক হিসেবে যুক্ত হতে পারেন। তবে নাম যোগ করার আগে মনে রাখবেন – একজন পর্যালোচকের প্রধান দায়িত্ব হল জমা পড়া নিবন্ধগুলো যথাযথভাবে পর্যালোচনা করা।
⟶ শুধুমাত্র আগ্রহ থেকে নাম যোগ করা যাবে না – দয়া করে নিশ্চিত হোন যে আপনি বাস্তবে এ কাজে সময় দিতে পারবেন।
⟶ পর্যালোচক হতে চাইলে আলোচনার পাতায় একটি বার্তা দিন।
🔎 পর্যালোচকগণের প্রতি: জমা পড়া নিবন্ধগুলো পর্যালোচনার জন্য এখানে ক্লিক করুন।
- পর্যালোচক
সকল সংস্করণ
যোগাযোগ
