ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, ২০২৫
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| তালিকাবদ্ধ ভোটার | ৩৯,৭৭৫[১] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ভোটের হার | ৭৩.৪২% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
সহসভাপতি নির্বাচন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।[২] ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এটি বাংলাদেশের ছাত্ররাজনীতিতে প্রথম নির্বাচনী আয়োজন। নির্বাচনে, ২৮টি পদে মোট ৬৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিল এবং ১০৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিল।[৩]
নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম ১৪০৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পান ৫৭০৮ ভোট।[৪] জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীমের প্রাপ্ত ভোট ছিল ৫২৮৩। এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।[৫][৬]
ঘটনা প্রবাহ
[সম্পাদনা]| নির্বাচনী ঘটনাবলি | সময় |
|---|---|
| তফসিল ঘোষণা | ২৯ জুলাই ২০২৫ |
| খসড়া ভোটার তালিকা প্রকাশ | ৩০ জুলাই ২০২৫ |
| খসড়া ভোটার তালিকায় আপত্তি জানানোর শেষ তারিখ | ৬ আগস্ট ২০২৫ |
| চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ | ১১ আগস্ট ২০২৫ |
| মনোনয়নপত্র বিতরণের সময়কাল | ১২–১৮ আগস্ট ২০২৫ |
| মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ | ১৯ আগস্ট ২০২৫ |
| মনোনয়ন যাচাইবাছাই | ২০ আগস্ট ২০২৫ |
| প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ | ২১ আগস্ট ২০২৫ |
| মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ | ২৫ আগস্ট ২০২৫ |
| চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ | ২৬ আগস্ট ২০২৫ |
| ভোটগ্রহণ | ৯ সেপ্টেম্বর ২০২৫ |
| ভোটগণনা ও ফলপ্রকাশ | ৯–১০ সেপ্টেম্বর ২০২৫ |
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত হয়, যা ১৫ বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের আধিপত্যের ইতি টানে। এর ফলে বাংলাদেশ দ্বিতীয় সংসদ-খ্যাত ডাকসুতে নির্বাচন ও সংস্কারের দাবি জোড়ালো হয়।[৭]
ডাকসুতে পূর্ববর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ, যেখানে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের (বর্তমানে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ) নুরুল হক নুর সহসভাপতি (ভিপি), ছাত্রলীগের গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক (জিএস) ও ছাত্রলীগের সাদ্দাম হোসেন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছিলেন। ২৫ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহে ছাত্রলীগ-সমর্থিত প্রার্থীদের ব্যাপক আধিপত্য ছিল।[৮] উক্ত সংসদের মেয়াদ শেষ হওয়ার পরও গত কয়েক বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।[৯]
২০২৫ সালের ৮ আগস্ট শতাধিক ছাত্রছাত্রী 'সাধারণ শিক্ষার্থী' ব্যানারে ঢাবি হলসমূহ থেকে বেরিয়ে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদ জানায়। আন্দোলনকারীরা হলভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি তোলে, যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি জানিয়েছিল বলে জানা যায়। ছাত্রসংগঠনগুলো ঘটনাটিতে মিশ্র প্রতিক্রিয়া জানায়, কিছু দাবি করে যে নির্বাচনকে সামনে রেখে হলভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞাকে একটি "পপুলিস্ট দাবি" হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা হচ্ছে।[১০] পরবর্তীতে উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে একটি সভায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্যতীত অধিকাংশ সংগঠন হলভিত্তিক রাজনীতি চালু রাখার পক্ষে অবস্থান নেয়।[১১]
মনোনয়নপত্র গ্রহণের প্রথমদিন, জুলিয়াস সিজার তালুকদার নামের এক ছাত্র ভিপি পদপ্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেন, যা বিতর্কের সৃষ্টি করে কারণ তিনি ইতিপূর্বে ছাত্রলীগ প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম হলের জিসি পদে দায়িত্ব পালন করেছিলেন।[১২] পরবর্তীতে আওয়ামী লীগের আমলে "শিক্ষার্থী নিপীড়নের" সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে সলিমুল্লাহ হল কর্তৃপক্ষের অনুরোধক্রমে তাঁকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়।[১৩][১৪]
প্রধান প্রার্থীগণ
[সম্পাদনা]| প্যানেলের নাম | সহসভাপতি (ভিপি) | সংগঠন(সমূহ) | |
|---|---|---|---|
| সাধারণ সম্পাদক (জিএস) | |||
| সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) | |||
| ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট[১৫][১৬] | সাদিক কায়েম | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | |
| এস এম ফরহাদ | |||
| মহিউদ্দিন খান | |||
| বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ[১৭] | আব্দুল কাদের | বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ | |
| আবু বাকের মজুমদার | |||
| আশরেফা খাতুন | |||
| প্রতিরোধ পর্ষদ[১৬] | শেখ তাসনিম আফরোজ ইমি | স্বতন্ত্র | |
| মেঘমল্লার বসু | বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | ||
| মো. জাবির আহমেদ জুবেল | বিপ্লবী ছাত্র মৈত্রী | ||
| বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল[১৮] | মো. আবিদুল ইসলাম খান | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | |
| শেখ তানভীর বারী হামিম | |||
| তানভীর আল হাদী মায়েদ | |||
| স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য[১৯] | উমামা ফাতেমা | স্বতন্ত্র | |
| আল সাদী ভূইয়াঁ | |||
| জাহিদ আহমেদ | |||
| ডাকসু ফর চেঞ্জ[১৬] | বিন ইয়ামিন মোল্লা | বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ | |
| সাবিনা ইয়াসমিন | |||
| রাকিবুল ইসলাম | |||
| সচেতন শিক্ষার্থী সংসদ[১৫][১৬] | ইয়াসিন আরাফাত | ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ | |
| খায়রুল আহসান মারযান | |||
| সাইফ মোহাম্মাদ আলাউদ্দিন | |||
| সমন্বিত শিক্ষার্থী সংসদ[১৬][২০] | জালালুদ্দিন মুহাম্মদ খালিদ | স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ | |
| ফাতেহা শারমিন এ্যানি | লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতি | ||
| অপরাজেয় ৭১–অদম্য ২৪[২৩][২৪] | মো. নাইম হাসান | জাসদ ছাত্রলীগ | |
| এনামুল হাসান অয়ন | বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | ||
| অদিতি ইসলাম | সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট | ||
অন্যান্য
[সম্পাদনা]এছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত সানজিদা আহমেদ তন্বী গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করেন। তাঁর সম্মানে, ছাত্রদল-নেতৃত্বাধীন প্যানেল, "প্রতিরোধ পর্ষদ" প্যানেল ,"অপরাজেয় ৭১–অদম্য ২৪" প্যানেল ও "সচেতন শিক্ষার্থী সংসদ" প্যানেল উক্ত পদে কোনো প্রার্থী মনোনীত করেনি এবং তন্বীকে সমর্থন জানিয়েছে।[২৩][২৫][২৬]
প্যানেলসমূহ
[সম্পাদনা]ডাকসু নির্বাচনে মোট ৯টি প্যানেলে বিভিন্ন ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে। এসব জোটে অন্তত ১২ টি রাজনৈতিক ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছে, এমনকি কিছু স্বাধীন শিক্ষার্থী এবং জেলা কল্যানে সক্রিয় শিক্ষার্থীরাও এই জোটে অংশ নিয়ে নির্বাচন করছে।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
[সম্পাদনা]ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে গঠিত একটি নির্বাচনী জোট যা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিছু নেতাদের নেতৃত্বে গঠিত হয়েছে।[২৭][২৮] জোটের নেতৃবৃন্দ জুলাইয়ের আকাঙ্খাকে ধারণ করে একটি শিক্ষার্থীবান্ধব নিরাপদ ও বৈষম্যমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে‘র কথা বলে থাকেন।[২৯][৩০] এই প্যানেলেটি ২০২৫ সালের ১৮ আগস্ট যথাক্রমে ইনকিলাব মঞ্চের একজন নেত্রী, আপ বাংলাদেশের একজন নেতা, ছাত্রী সংস্থার দুইজন নেত্রী, ২৪ জুলাইয়ে আহত এক নেতা, একজন প্রতিবন্ধী এবং একজন চাকমা জনগোষ্ঠীসহ কয়েকজন একটিভিস্ট নিয়ে গঠিত হয়েছে।[৩১][৩২][৩৩] জোটটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাগ্য পরিবর্তনের জন্যই নির্বাচনী ময়দানে নেমেছে বলে প্রচারাভিযান চালায়। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক ও একাডেমিক বৈষম্য দূর করা, এই মূল লক্ষ্য নিয়ে তারা জোটের ইশতেহারি প্রচারণা করেন।[৩৪]
১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে ৩৬ জুলাইকে স্মরণে রেখে ১২ মাসে ৩৬টি সংস্কার করার ঘোষণা দেয়।[৩৫] ঘোষণা দিয়ে ৩৬টি সংস্কারের প্রস্তাবনা দেয় এবং এটাকেই তাদের জোটের ইশতেহার ঘোষণা করেন।[৩৬][৩৭] পাশাপাশি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না স্লোগানকে ধারণ করে ৬টি হ্যাঁ এবং ৬টি না ধারণায় অঙ্গীকার প্রদান করে।[৩৮][৩৯] জোটটি ইসলামোফোবিয়া ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কাজ করবে বলে ঘোষণা দেন।[৪০]
বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ
[সম্পাদনা]জোটটি ডাকসু নির্বাচন ২০২৫ এর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের নেতৃত্বে গঠিত একটি জোট।[৪১][৪২] এই জোটের ভিপি হিসাবে নির্বাচন করবেন আব্দুল কাদের এবং সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করবেন আবু বাকের মজুমদার। ৩০ আগস্ট ২০২৫ এ জোটটি তাদের ইশতেহার ঘোষণা করে এবং ঘোষণা দেয় ১৯৪৭, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের আন্দোলনের গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করা হবে।[৪৩]
বাংলাদেশপন্থী শিক্ষার্থী ঐক্য
[সম্পাদনা]বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই নামে নির্বাচনে অংশগ্রহণ করে, তবে ২০২৫ সালের নির্বাচনে অধিকাংশরাই নানান সংমিশ্রণে জোট গঠন করে। ছাত্রদলের এই প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবিদুল ইসলাম খানকে ভিপি পদে এবং কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাধারণ সম্পাদক পদে ঘোষণা করা হয়।[৪৪] তারা সবগুলো পদের নির্বাচনে অংশগ্রহণ করলেও, জুলাই গণ–অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বীর সম্মানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রেখে তাকে সমর্থন দেয়।[৪৫]
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য
[সম্পাদনা]জোটটির ভিপি প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা, যিনি পূর্বে বামধারার রাজনীতি করতেন।[৪৬] জোটটি ২ সেপ্টেম্বর ১১ দফা ইশতেহার ঘোষণা করে এবং ঘোষণা দেয় তারা ক্যাম্পাসকে দলীয় প্রভাবমুক্ত রাখবে।[৪৭] এই জোটের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেন আল সাদী ভূঁইয়া এবং এবং এজিএস পদে নির্বাচন করে সূর্য সেন হলের জাহেদ আহমদ।[৪৮]
প্রতিরোধ পর্ষদ
[সম্পাদনা]এই জোটটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতা-কর্মীদের সম্মিলিত প্লাটফর্ম।[৪৯] এই প্যানেলে শেখ তাসনিম আফরোজ ইমিকে ভিপি পদে, মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক পদে ও জাবির আহমেদ জুবেলকে সহসাধারণ সম্পাদক প্রার্থী করা হয়। ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক ছাত্র মঞ্চ এই মোট ৭ টি ছাত্র সংগঠনের জোটে এই প্যানেল তৈরি করা হয়।[৫০]
ডাকসু ফর চেঞ্জ
[সম্পাদনা]২০১৮ এর কোটা সংস্কার আন্দোলনে তৈরি হওয়া সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে এই জোটটি গঠন করা হয়েছে। ভিপি হিসাবে বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক হিসাবে সাবিনা ইয়াসমিন এবং সহ-সাধারন সম্পাদক হিসাবে রাকিবুল ইসলাম এই জোটের নির্বাচনে অংশ নিয়েছেন।[৫১]
সচেতন শিক্ষার্থী সংসদ
[সম্পাদনা]ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাদের নেতৃত্বে এই জোটের ভিপি পদে ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক পদে খায়রুল আহসান মারজান এবং সহ-সাধারন সম্পাদক পদে সাইফ মোহাম্মাদ আলাউদ্দিন নির্বাচনে অংশ নিয়েছেন। এই জোটে ইসলামী ছাত্র আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সমন্বিত শিক্ষার্থী সংসদ
[সম্পাদনা]এটি একটি স্বাধীন ও স্বতন্ত্র জোট, এখানে ভিপি পদে লড়বেন স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ নামক সংগঠনের জালালুদ্দিন মুহাম্মদ খালিদ এবং এনসিপি থেকে বহিস্কৃত নেতা মাহিন সরকার এই জোটের সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। তবে ৫ সেপ্টেম্বর ২০২৫, মো. মাহিন সরকার বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদারকে জিএস পদে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।[৫২]
অপরাজেয় ৭১- অদম্য ২৪
[সম্পাদনা]বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, বাসদের ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ [তথ্যসূত্র প্রয়োজন] মিলিয়ে এই জোট তৈরি হয়। যারা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের চেতনা এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা একত্রে ধারণ করে রাজনীতি করতে চায়। এই জোটের ভিপি পদে লড়বেন বাংলাদেশ ছাত্রলীগের মো. নাইম হাসান, জিএস পদে ছাত্র ইউনিয়নের এনামুল হাসান অনয় এবং এজিএস পদে ছাত্র ফ্রন্টের অদিতি ইসলাম[৫৩]
ফলাফল
[সম্পাদনা]কেন্দ্রীয় কমিটির ফলাফল
[সম্পাদনা]| প্যানেল | দল | আসন | |
|---|---|---|---|
| ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ১৬ | ২৩ |
| বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা | ২ | ||
| ইনকিলাব মঞ্চ | ১ | ||
| ইউনাইটেড পিপলস বাংলাদেশ | ১ | ||
| স্বতন্ত্র | ৩ | ||
| স্বতন্ত্র | ৪ | ||
| প্রতিরোধ পর্ষদ | পাহাড়ি ছাত্র পরিষদ | ১ | ১ |
| বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | ০ | ||
| সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট | ০ | ||
| বিপ্লবী ছাত্র মৈত্রী | ০ | ||
| ছাত্র কাউন্সিল | ০ | ||
| ছাত্র যুব আন্দোলন | ০ | ||
| গণতান্ত্রিক ছাত্র মঞ্চ | ০ | ||
| স্বতন্ত্র | ০ | ||
| বাংলাদেশপন্থী শিক্ষার্থী ঐক্য | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | ০ | |
| স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য | স্বতন্ত্র | ০ | |
| বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ | বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ | ০ | |
| ডাকসু ফর চেঞ্জ | বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ | ০ | |
| সচেতন শিক্ষার্থী সংসদ | ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ | ০ | ০ |
| বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস | ০ | ||
| সমন্বিত শিক্ষার্থী সংসদ | স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ | ০ | ০ |
| স্বতন্ত্র | ০ | ||
| অপরাজেয় ৭১ -অদম্য ২৪ | বাংলাদেশ ছাত্র ইউনিয়ন (একাংশ) | ০ | ০ |
| বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (বাসদ) | ০ | ||
| বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) | ০ | ||
গুরুত্বপূর্ণ পদে ভোটের ফলাফল
[সম্পাদনা]| পদ | বিষয় | বিজয়ী প্রার্থী | নিকটতম প্রতিদ্বন্দ্বী | নিকটতম প্রতিদ্বন্দ্বী (২য়) |
|---|---|---|---|---|
| সহ-সভাপতি (ভিপি) | ||||
| নাম | সাদিক কায়েম | আবিদুল ইসলাম খান | শামীম হোসেন | |
| ছাত্র সংগঠন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | স্বতন্ত্র | |
| প্যানেল | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | বাংলাদেশপন্থী শিক্ষার্থী ঐক্য | ||
| প্রাপ্তভোট | ১৪,০৪২ | ৫,৬৫৮ | ৩,৮৮৩ | |
| সাধারণ সম্পাদক (জিএস) | ||||
| নাম | এস এম ফরহাদ | শেখ তানভীর বারী হামিম | মেঘমল্লার বসু | |
| ছাত্র সংগঠন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | বাংলাদেশ ছাত্র ইউনিয়ন | |
| প্যানেল | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | বাংলাদেশপন্থী শিক্ষার্থী ঐক্য | প্রতিরোধ পর্ষদ | |
| প্রাপ্তভোট | ১০,৭৯৪ | ৫,২৮৩ | ৪,৯৪৯ | |
| সহ-সাধারণ সম্পাদক (এজিএস) | ||||
| নাম | মহিউদ্দীন খান | তানভীর আল হাদী মায়েদ | তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী | |
| ছাত্র সংগঠন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল | স্বতন্ত্র | |
| প্যানেল | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | বাংলাদেশপন্থী শিক্ষার্থী ঐক্য | ||
| প্রাপ্তভোট | ৯,৫০১ | ৪,২৫৪ | ৩,০০৮ | |
হল সংসদ ফলাফল
[সম্পাদনা]ডাকসুর হল সংসদের প্রধান ৫৪ পদের ৫৩ টিতেই স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। শুধুমাত্র জগন্নাথ হলে ভিপি পদে ছাত্রদল থেকে ১ জন বিজয়ী হয়েছেন।[৫৪] তবে স্বতন্ত্র হিসেবে জয় পাওয়া অধিকাংশ প্রার্থীকে নিজেদের নেতাকর্মী দাবি করেছে ইসলামী ছাত্রশিবির।[৫৫]
২০২৫-এ নির্বাচিত ডাকসুর কার্যনির্বাহী সংসদ
[সম্পাদনা]| পদ | নাম | ছাত্র সংগঠন | প্যানেল |
|---|---|---|---|
| সেশন ২০২৫-২৬ | |||
| সহ-সভাপতি (ভিপি) | সাদিক কায়েম | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সাধারণ সম্পাদক (জিএস) | এস এম ফরহাদ | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সহ-সাধারণ সম্পাদক (এজিএস) | মহিউদ্দিন খান | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক | ফাতিমা তাসনিম জুমা | ইনকিলাব মঞ্চ | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক | ইকবাল হায়দার | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক | উম্মে সালমা | স্বতন্ত্র | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| আন্তর্জাতিক সম্পাদক | জসীমউদ্দীন খান | স্বতন্ত্র (জুলাইয়ে চোখ হারানো) | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক | মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ | স্বতন্ত্র | |
| গবেষণা ও প্রকাশনা সম্পাদক | সানজিদা আহমেদ তন্বী | স্বতন্ত্র | |
| ক্রীড়া সম্পাদক | আরমান হোসেন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| ছাত্র পরিবহন সম্পাদক | আসিফ আব্দুল্লাহ | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সমাজ সেবা সম্পাদক | যুবাইর বিন নেসারী (এবি যুবায়ের) | স্বতন্ত্র | |
| ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক | মাজহারুল ইসলাম | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক | আব্দুল্লাহ আল মিনহাজ | আপ বাংলাদেশ | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক | মোহাম্মদ জাকারিয়া | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সদস্য | সাবিকুন নাহার তামান্না | বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট |
| সর্ব মিত্র চাকমা | স্বতন্ত্র | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| ইমরান হোসাইন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| মোছা. আফসানা আক্তার | বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| তাজিনুর রহমান | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| রায়হান উদ্দীন | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| মো. মিফতাহুল হোসাইন আল মারুফ | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| আনাস ইবনে মুনির | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| হেমা চাকমা | পাহাড়ি ছাত্র পরিষদ | প্রতিরোধ পর্ষদ | |
| মো. বেলাল হোসেন অপু | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| মো. রাইসুল ইসলাম | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| মো. শাহিনুর রহমান | বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির | ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট | |
| উম্মা উসওয়াতুন রাফিয়া | স্বতন্ত্র | ||
২০২৫-এ নির্বাচিত ডাকসুর বিভিন্ন হল সংসদ
[সম্পাদনা]নিচে হল ভিত্তিক সংসদগুলোর নির্বাচিত প্রার্থীদের তালিকা দেওয়া হল:[৫৬][৫৭][৫৮][৫৯]
| পদ | নাম | |||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| সলিমুল্লাহ মুসলিম হল | ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল | জগন্নাথ হল | ফজলুল হক মুসলিম হল | শহীদ সার্জেন্ট জহুরুল হক হল | রোকেয়া হল | মাস্টারদা' সূর্যসেন হল | হাজী মুহম্মদ মুহসীন হল | শামসুন নাহার হল | কবি জসীম উদ্দীন হল | স্যার এ. এফ. রহমান হল | শেখ মুজিবুর রহমান হল | মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল | বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল | অমর একুশে হল | শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল | বিজয় একাত্তর হল | কবি সুফিয়া কামাল হল | |
| সহ-সভাপতি (ভিপি) | মোঃ জায়েদুল হক (জায়েদ) | মোঃ তারেকুল ইসলাম | পল্লব চন্দ্র বর্মন | খন্দকার মোঃ আবু নাঈম | মোঃ আহসান হাবীব | ফাতেমাতুল জান্নাত ইমা | আজিজুল হক | ছাদিক হোসেন (শিকদার) | কুররাতুল আইন কানিজ | মুহাম্মদ ওসমান গণী | রফিকুল ইসলাম | মোঃ মুসলিমুর রহমান | মোঃ মহিউদ্দিন (মাহবুব তালুকদার) | রাফিয়া রেহনুমা | মোঃ রবিউল ইসলাম | তাসনিম আক্তার আলিফ নাবিলা | হাসানুল বান্না আরাফাত | সানজানা চৌধুরী রাত্রি |
| সাধারণ সম্পাদক (জিএস) | সাদমান আব্দুল্লাহ | মোঃ তাওকির হাসান | সুদীপ্ত প্রামাণিক | মোঃ ইমামুল হাসান | খালেদ হাসান | সিনথিয়া মেহরিন সকাল | মোখলেছুর রহমান (জাবির) | রাফিদ হাসান সাফওয়ান | সামিয়া মাসুদ মম | মাসুম আব্দুল্লাহ | হাবিব উল্যাহ | আহমেদ আল সাবাহ | আসিফ ইমাম | নিশিতা জামান নিহা | মোঃ রবিউল ইসলাম | মিফতাহুল জান্নাত রিফাত | আশিক বিল্লাহ | মোছাঃ রুকু খাতুন |
| সহ-সাধারণ সম্পাদক (এজিএস) | শাহীন আলম | ইব্রাহিম খলিল (শিকদার) | দ্বীপজয় সরকার দ্বীপ্ত | মোঃ মহসীন উদ্দিন (শাফি) | ফরহাদ বিন নুর নিশান | আদিবা সায়মা খান | মোঃ রিয়াজ উদ্দীন সাকিব | মোহাম্মদ আব্দুল মজিদ | নূরে জান্নাত সুজানা | হিজবুল্লাহ আল হিজুল | আব্দুল্লাহ আল জুবাইর | মুশফিক তাজওয়ার মাহির | মোঃ ফোজায়েল আহমেদ | তানজিনা তাম্মিম হাপসা | উবায়দুর রহমান হাসিব | রূপা আক্তার | ইমরান হোসেন | শিমু আক্তার |
| সাহিত্য সম্পাদক | আল মামুন | মোঃ আশরাফুল ইসলাম | কথক বিশ্বাস জয় | মোঃ জাহিদুল ইসলাম | তামিম ইকবাল | মাহিয়া বিমতে মামুন | মোহাম্মদ মাহবুবুর রহমান | মোঃ মোজাহিদুল ইসলাম | ইসরাত জাহান সুমনা | মো. আবু সুফিয়ান | মোঃ আমির হামজা বিল্লাহ | আবিদ হাসান (রাফি) | সুহৃদ রায়হান | সুমাইয়া ইসলাম লুবনা | মোঃ ফাহমিদ শাহরিয়ার | ইফফাহ আসসারীরাহ | মোঃ ইউসুফ আব্দুল্লাহ | সানজিদা আক্তার (শ্রেয়সী) |
| সংস্কৃতি সম্পাদক | মোঃ তারেক হোসাইন ভূইয়া | মোঃ আল ইমরান রওনক | রাতুল দে দ্বীপ্ত | মোঃ রায়হান উদ্দিন | সাদিক ইসমাইল তাহসিন | জান্নাতুল ফেরদৌস তিশা | সাব্বির হাসান | মোঃ জুলহাস ইসলাম | উমা রানী পোদ্দার | মো. ফজলে রাব্বী সরকার | মোঃ ইফাদ হাসান | মো. জোবায়ের হোসাইন | মো. হারুন অর রশিদ | নাঈমা আক্তার | মোঃ নাইমুর রহমান (মারুফ) | উম্মে হুমায়রা উপন্যাস | মোঃ শরীফ আহমেদ | তাহমিদা আকবর |
| পাঠকক্ষ সম্পাদক | জাহিদ হাসান | মোঃ খাদেমুল ইসলাম | চিন্ময় কুমার রায় শুভ | মোহাম্মদ তায়েফ হোসাইন | সুফি আহমেদ | আরাফাত আক্তার তামান্না | মোহাম্মদ ইমরান | মোঃ জাহিদ উদ্দিন হিমেল | ইসরাত জাহান গয়না | মো. কামরুল হাসান | ওয়াসির আল মাসতুর | মো. শের শাহ আলী খাঁন | মো. মুজাহিদুল ইসলাম | মোছাঃ মাহফিদা আক্তার শ্রাবন্তী | মোঃ আব্দুল্লাহ আল ফাহিম | তাসমিয়া ফেরদৌস তিতলী | তারেক রহমান শাকিব | রোজা রওনক |
| অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক | মোঃ ইফতি আবির জিম | আবু সায়েম | অভিজিৎ দত্ত | মোঃ জাবের আলী | খালিদ মহিবুল্লাহ | মোছাঃ রিফাতুন জান্নাত (অন্তরা) | সুবহান আলী হৃদয় | আতিকুল্লাহ যোবায়ের | আশা তালুকদার | আরাফাত হোসাইন | আব্দুল্লাহিল আবরার | জুনায়েদ রহমান জিদান | মোঃ তাজকিরুল ইসলাম | সামিয়া ইসলাম প্রীতিমনি | মোঃ বায়েজিদ বোস্তামি, সালমান হোসেন |
অনন্যা কর বর্ণা | মিনহাজ উদ্দিন অনিক | সাবিকুন্নাহার আনিকা |
| বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক | মোঃ ইয়াকুব আলী | মোঃ তুষার ইমরান | সঞ্জয় রাজবংশী | মোঃ রনি | মোঃ পলাশ মাহমুদ | ইসরাত জাহান রুমা (রুষা) | রাসেল সরকার অন্তর | মোঃ নূর-এ-আলম সিদ্দিকি সাইমন | মোছাঃ লামিয়া আক্তার লিমা | মো. নাহিদ হোসে | মুহাম্মদ হাবিব উল্লাহ | আব্দুল্লাহ আল-নোমান | হোসনে ইয়াসিন আরাফাত | কানিজ ফাতেমা | তাউফিকুল ইসলাম (পরশ) | রেহানা আক্তার | সিফাত সাদিক খান | ইতি রানী রায় |
| সমাজ সেবা সম্পাদক | মোঃ মোজাম্মেল হক | মোঃ সাজু মিয়া | রাম প্রসাদ সাহা (তপু) | মোঃ তরিকুল ইসলাম | মোঃ জহির রায়হান রিপন | বর্ষা রানী মহন্ত | মোহাম্মদ আলী সাকিব | মোঃ সাইফুল্লাহ্ | তাসরুফা তাবাস্সুম | মো. আব্দুল্লাহ আর মারুফ | মেহেদী হাসান মুবীন | মো. আজিজুর রহমান মানিক | আব্দুল আহাদ | বুশরা হাফিজ লুবাবা | সুমন হাসান (সাজু) | উম্মে সুহালা | নাজমুল ইসলাম | হেরেম আক্তার ইরা |
| সদস্য | মোঃ আমিনুল ইসলাম | আবু নাঈম (জমিদার) | নয়ন কুমার দাশ | মোঃ শরিফুল ইসলাম সাকিব | আব্দুল আহাদ আল মাহমুদ | খাদিজা পারভীন | মো. রাফিউল ইসলাম রিফাত | সাইফ জাওয়াদ সামী | রাফা | মো. মইনুল মুরসালিন | মোঃ মাহবুব আলম খান রাব্বি | মো. জলিলুর রহমান (জলিল) | সাদিক মুনিম | আহেলী করিম ময়ূরী | মোঃ আকাশ মিয়া | নওশিন নাওয়াল | মোঃ জহিরুল ইসলাম | পপি রানী দাস (ক্লিওপেট্রা) |
| মোঃ বিল্পব মন্ডল | মোঃ রিয়াদুস সালেহীন | লিখন রায় | মোঃ আশেফুজ্জামান তরু | তাসনিম রুবাইয়াত | সিদরাতুল মুনতাহা ওহী | সাইয়েদুজ্জামান নূর আলভী | মোঃ ছগির ইবনে ইসমাইল | জেবা সায়ীমা | মো. রুকন উদ্দিন | মোঃ আজগর আলী | মো. মাইনুদ্দিন | তাওফিকুল ইসলাম প্রতীক | ইসরাত জাহান ইমু | মোঃ আলামিন হক | জুনিয়া নাসরিন জুঁই | মাসুন বিল্লাল | নাফিসা সামিহা মায়িশা | |
| মোঃ সোহানুজ্জামান অন্তু | মোঃ আমির হোসেন মিম | ধ্রুব রায় | আশরাফুল তালুকদার | ইমরুল ফয়েজ রাফসান | ইরতিজা আলম প্রথা | মো. রফিকুল ইসলাম | মোঃ ফেরদাউস | আনোয়ারা হক ঐশী | মো. আব্দুল্লাহ আল মাহমুদ | মোঃ ওয়ালিউল ইসলাম ইয়ামিন | মো. রিজভী আহমেদ | মোল্লা আবিদ হোসেন | ইসরাত জাহান সামিয়া | আল জিহাদ | আয়েশা হক তুশিন | আহনাফ আহমেদ রাফি | সোহানা খাতুন | |
| রবিউল হাসান | মোঃ মুনিম | নিলয় কুমার গুপ্ত | তীব্র হোসেন আবু সাঈদ | আব্দুল্লাহ আল ফাহাদ | মুনতাহা ইসমাইল এশা | মো. মুহায়মুন হোসেন | মোঃ মুশফিকুজ্জামান | দীপিকা সানা | তৌহিদুর রহমান ইখলাস | রেদোয়ান মিয়া | মো. মোশারফ | শাহেদ ইমন | মুহসিনা বিনতে কামাল | শাহাদাৎ হোসেন | তাসনিয়া ইসলাম সাবরিন | মোঃ সোলায়মান হোসেন রবি | ফাহিমা শারমিন সাথি | |
বিতর্ক
[সম্পাদনা]২০২৫ সালের ৩ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হুসেন নামের এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।[৬০]
২০২৫ সালের ২৮ আগস্ট নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস পদপ্রার্থী এসএম ফরহাদের প্রার্থিতার বৈধতা নিয়ে রিট করেন ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত ‘অপরাজেয় ৭১ ’, ‘অদম্য ২৪’ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম।[৬১] এই রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট ১ সেপ্টেম্বর ডাকসুর নির্বাচনপ্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন।[৬২]
হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে সেদিনই আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর ফলে চেম্বার আদালত নিয়মিত সিভিল মিসলেনিয়াস পিটিশন (দেওয়ানি বিবিধ আবেদন) না করা পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। পরেরদিন সিভিল মিসলেনিয়াস পিটিশন আদালতে দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং এরপর ৩ সেপ্টেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে চেম্বার আদালত যে আদেশ দেন, তা বহাল রাখে আপিল বিভাগ। ফলে নির্বাচনের বাধা কাটে।[৬৩]
আরও দেখুন
[সম্পাদনা]উদ্ধৃতি
[সম্পাদনা]টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ডাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বাদ ১৫৭ জন"। দৈনিক প্রথম আলো। ১২ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর"। দৈনিক প্রথম আলো। ২৯ জুলাই ২০২৫। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৯ আগস্ট ২০২৫)। "ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ, মনোনয়নপত্র নিয়েছেন ৬৫৮ জন"। Prothomalo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সাদিক কায়েম ভিপি, ফরহাদ জিএস নির্বাচিত"। মানবজমিন। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ সরকার, শুভা জিনিয়া চৌধুরী,মো মাহফুজার রহমান। "ডাকসু নির্বাচন: ছাত্রশিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত"। Prothomalo। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ | প্রথম আলো"। Prothomalo। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "সম্পাদকীয়: ডাকসুর তফসিল"। দৈনিক প্রথম আলো (মতামত)। ১৩ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "নুর ভিপি, রাব্বানী জিএস, সাদ্দাম এজিএস"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন: গতানুগতিক ফল নাও আসতে পারে"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ হাসনাত, রাকিব (৯ আগস্ট ২০২৫)। "ডাকসু নির্বাচনের আগে আবাসিক হলে 'প্রকাশ্য ও গুপ্ত' রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন"। বিবিসি বাংলা।
- ↑ "হলে রাজনীতির 'রূপ' কেমন হবে, আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি"। প্রথম আলো। ১১ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসুতে প্রথম মনোনয়নপত্র জমা ছাত্রলীগের সিজারের, বাদ যাচ্ছে প্রার্থিতা"। রাইজিংবিডি.কম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসুর ভিপি প্রার্থী জুলিয়াস সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চিঠি"। সময় টিভি। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন থেকে বাদ পড়ছেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার"। ঢাকা পোস্ট। ১২ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৫।
- 1 2 হাসান, মাহাদী (১৯ আগস্ট ২০২৫)। "ডাকসুতে ৮ প্যানেলের লড়াই"। দৈনিক যুগান্তর।
- 1 2 3 4 5 আমিনুর ইসলাম, মজুমদার (১৯ আগস্ট ২০২৫)। "ছাত্রদল ও বাগছাসের প্যানেল ঘোষণা হতে পারে আজ, শিবিরের প্রার্থী সাদিক"। দৈনিক ইত্তেফাক।
- ↑ "ডাকসু নির্বাচন: কাদের-বাকেরের নেতৃত্বে 'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল"। প্রথম আলো। ২০ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের, নেতৃত্বে থাকা আবিদ-হামিম কারা"। প্রথম আলো। ২০ আগস্ট ২০২৫।
- ↑ "উমামা ফাতেমার নেতৃত্বে লড়বে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য', পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা"। আজকের পত্রিকা। ২১ আগস্ট ২০২৫।
- ↑ "জমে উঠছে ডাকসু নির্বাচন, ১০ প্যানেলে ৪ শতাধিক প্রার্থী"। Bangla Tribune। ২২ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫।
- ↑ "বাকেরকে সমর্থন দিয়ে জিএস পদ থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার"। মানবজমিন। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
- 1 2 "ডাকসু নির্বাচনে বামপন্থী তিন ছাত্রসংগঠনের যৌথ প্যানেল ঘোষণা"। প্রথম আলো। ২০ আগস্ট ২০২৫।
- ↑ "তিন বাম ছাত্রসংগঠনের প্যানেল 'অপরাজেয় ৭১, অদম্য ২৪'"। দৈনিক সমকাল। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০২৫।
- ↑ "সেই আহত সানজিদার সম্মানে ওই পদে প্রার্থী দেয়নি ছাত্রদল"। প্রথম আলো। ২০ আগস্ট ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২১ আগস্ট ২০২৫)। "'সচেতন শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে লড়বে ইসলামী ছাত্র আন্দোলন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসুতে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের মনোনয়নপত্র দাখিল"। dailynayadiganta.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "ডাকসুতে ছাত্র শিবিরের প্যানেল 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'"। channelionline.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "'ইনক্লুসিভ' প্যানেল শিবিরের, নেতৃত্বে সাদিক-ফরহাদ"। kalbela.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "প্যানেল ঘোষণার পর যা বললেন শিবিরের ভিপি প্রার্থী"। somoynews.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "ডাকসুতে শিবিরের প্যানেলে ৪ নারী শিক্ষার্থী, কে কোন পদে"। jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "ডাকসুতে শিবিরের প্যানেলেন নাম 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট'"। bdtoday.com। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৫।
- ↑ "সাদিক-ফরহাদের নেতৃত্বে ডাকসুতে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের মনোনয়নপত্র দাখিল"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৫।
- ↑ নিউজ, সময়। "ডাকসু: শিবিরের জোটের প্রার্থী হওয়া নিয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা | শিক্ষা"। Somoy News। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচনে ৩৬ দফার ইশতেহার দিল শিবির প্যানেল, যা আছে"। ajkerpatrika.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আহসান, আযম মীর শাহীদুল। "ডাকসু নির্বাচনে 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলের ইশতেহার ঘোষণা"। দৈনিক সংগ্রাম (Bangla ভাষায়)। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ jagonews24.com। "ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের ইশতেহার ঘোষণা"। jagonews24.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "ডাকসু নির্বাচন: ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ইশতেহার ঘোষণা"। dhakamail.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন: ছাত্রশিবিরের ইশতেহার ঘোষণা"। shomoynews.com। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন: শিবিরের নির্বাচনী ইশতেহার ঘোষণা"। Dhakatimes News। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তিন ভাগে বিভক্ত, ডাকসু নির্বাচন নিয়ে কি চাপে এনসিপি?"। BBC News বাংলা। ১৯ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "'বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেল থেকে লড়বেন বাগছাস নেতারা"। Jamuna Television। ১৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিনিধি, ঢাবি (৩০ আগস্ট ২০২৫)। "বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ' প্যানেলের ইশতেহার ঘোষণা"। দ্য ডেইলি ক্যাম্পাস। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, প্রার্থী হলেন যারা"। www.kalerkantho.com। ২০ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২০ আগস্ট ২০২৫)। "ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা ছাত্রদলের, নেতৃত্বে থাকা আবিদ-হামিম কারা"। Prothomalo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (২১ আগস্ট ২০২৫)। "উমামার নেতৃত্বে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের' পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা"। Prothomalo। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের' ১১ দফা ইশতেহার ঘোষণা, উমামা দিলেন প্রতিশ্রুতি"। bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসুতে 'স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য' প্যানেলের এজিএস প্রার্থী চট্টগ্রামের জাহেদ"। কালবেলা। ১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (১৯ আগস্ট ২০২৫)। "ডাকসু নির্বাচনে 'প্রতিরোধ পর্ষদ' প্যানেলে লড়বেন বামপন্থী ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা"। Prothomalo। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন: 'প্রতিরোধ পর্ষদ' নামে লড়বে ৭ বাম সংগঠন"। bdnews24.com। ১৯ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন: ছাত্র অধিকারের ভিপি প্রার্থী বিন ইয়ামিন, জিএস সাবিনা"। bdnews24.com। ১৮ আগস্ট ২০২৫। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক (৫ সেপ্টেম্বর ২০২৫)। "ডাকসু: জিএস পদে আবু বাকের মজুমদারকে সমর্থন দিলেন মাহিন সরকার"। Prothomalo। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "DUCSU Vote: How Closely Did 'The Dissent' Poll Reflect Reality?"। The Dissent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ঢাবি হল সংসদের ৫৪ শীর্ষ পদের ৫৩টিতেই স্বতন্ত্র প্রার্থীর বিজয়"। দৈনিক আমার দেশ। ১১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ঢাবি হল সংসদ: শীর্ষ ৫৪ পদে জয়ীদের 'অধিকাংশ শিবির সমর্থিত স্বতন্ত্র'"। bdnews24। ১১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন ২০২৫ - ঢাকা বিশ্ববিদ্যালয়"। ducsu.du.ac.bd। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন / মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদে নির্বাচিত হয়েছেন যারা"। jagonews24.com। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ঢাবির সূর্যসেন হল সংসদে ভিপি স্বতন্ত্র আজিজ, জিএস শিবিরের জাবির"। risingbd.com। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচন / কবি জসীম উদদীন হলে নির্বাচিত হলেন যারা"। jagonews24.com। ১০ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৩ সেপ্টেম্বর ২০২৫)। "নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার"। Prothomalo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ প্রতিবেদক, নিজস্ব (৩ সেপ্টেম্বর ২০২৫)। "চেম্বার আদালতের আদেশ বহাল, ডাকসু নির্বাচনে বাধা নেই"। Prothomalo। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই: আপিল বিভাগ"। www.banglatribune.com। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "ডাকসু নির্বাচনে আর বাধা নেই"। দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৫।