বিষয়বস্তুতে চলুন

পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী)
সংক্ষেপেসিপিইপি
সাধারণ সম্পাদকসুখেন্দু দস্তিদার
প্রতিষ্ঠাতাসুখেন্দু দস্তিদার
প্রতিষ্ঠা১৯৬৬
বিভক্তিপূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, ১ম কংগ্রেস
ভাবাদর্শসাম্যবাদ
মার্কসবাদ–লেনিনবাদ মাও সেতুং চিন্তাধারা
রাজনৈতিক অবস্থানবামপন্থী
আনুষ্ঠানিক রঙলাল
পাকিস্তানের রাজনীতি

পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) ছিলো পূর্ব পাকিস্তানের একটি কমিউনিস্ট পার্টি। পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বিভক্ত হয়ে ১৯৬৬ সালে এই দলটির উত্থান ঘটে। সুখেন্দু দস্তিদার ইপিসিপি (এম-এল) এর সাধারণ সম্পাদক হন।[] শুরুতে এই দলের প্রধান নেতৃত্বে ছিলেন সুখেন্দু দস্তিদার, মোহাম্মদ তোয়াহা এবং আবদুল হক।[]

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরে দুটি পৃথক ইপিসিপি (এম-এল) গঠিত হয়েছিল, একটি তোয়াহার নেতৃত্বে গঠিত হয়েছিল ইপিসিপি (এম-এল) যা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নাম গ্রহণ করে এবং অন্যটির নেতৃত্বে আবদুল হকের নেতৃত্বে বিবর্তিত হয়েছিল।[] মোহাম্মদ তোয়াহার দল চারু মজুমদারের শ্রেণিশত্রু খতমের আদর্শের নিন্দা করেছিল।[]

গঠনের ইতিহাস

[সম্পাদনা]

বদরউদ্দিন উমরের মতে, ১৯৪৭ এর পরবর্তী প্রথম দিকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্টপন্থী ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে পূর্ব পাকিস্তান যুবলীগে যোগ দেন।[] পরবর্তীতে আবদুল হক, সুখেন্দু দস্তিদার ও মোহাম্মদ তোয়াহার নেতৃত্বে ১৯৬৭ সালে গড়ে ওঠে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি (এমএল)।[] ১৯৬৭ সালে ১-৩ অক্টোবর ১ম কংগ্রেসে মার্কসবাদ-লেনিনবাদ, মাও সেতুং এর চিন্তাধারাকে আদর্শিক ভিত্তি হিসাবে গ্রহণ করে কমরেড সুখেন্দু দস্তিদার, কমরেড মোহাম্মদ তোয়াহার নেতৃত্বে পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি (এম-এল) প্রতিষ্ঠিত হয়। ১ম কংগ্রেসে ৯ সদস্যবিশিষ্ট নির্বাচিত কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। সদস্যবৃন্দ ছিলেন,

  1. সুখেন্দু দস্তিদার—সাধারণ সম্পাদক,
  2. মোহাম্মদ তোয়াহা - সম্পাদক মণ্ডলীর সদস্য,
  3. আবদুল হক- সম্পাদক মণ্ডলীর সদস্য,
  4. দেবেন শিকদার - সদস্য,
  5. অজয় ভট্টাচার্য - সদস্য,
  6. আলাউদ্দিন আহামেদ- সদস্য,
  7. শরদিন্দু দস্তিদার - সদস্য,
  8. নজরুল ইসলাম- সদস্য,এবং
  9. হাবিবুর রহমান - সদস্য।

উক্ত প্রথম কংগ্রেসে সর্বপ্রথম ‘স্বাধীন সার্বভৌম জনগণতান্ত্রিক পূর্ব বাংলা রাষ্ট্র কায়েম’-এর প্রস্তাব দেবেন শিকদার উপস্থাপন করেন এবং সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।[]

ভাঙ্গন

[সম্পাদনা]

১৯৭২ সনের শুরুতে পার্টিতে ভাঙ্গন দেখা দেয়। সুখেন্দু দস্তিদার ও মোহাম্মদ তোয়াহা নেতৃত্বে একটি অংশ সংগঠিত হয়। অন্য অংশের নেতৃত্ব দিতে থাকেন আবদুল হক, শরদিন্দু দস্তিদার, অজয় ভট্টাচার্য এবং হেমন্ত সরকার[]

১৯৭৮ সালে হকের দল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) নামটি গ্রহণ করে।[]

উল্লেখযোগ্য সদস্যবৃন্দ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Amin, Md. Nurul (জুলাই ১৯৮৬)। "Maoism in Bangladesh: The Case of the East Bengal Sarbohara Party"Asian Survey২৬ (7)। University of California Press: ৭৫৯–৭৭৩। ডিওআই:10.2307/2644210জেস্টোর 2644210
  2. 1 2 হোসেন, আমজাদ (১৯৮৯)। "পূর্ব বাংলায় নকশাল আন্দোলনের প্রভাব"। নকশালবাড়ি আন্দোলনের প্রামাণ্য তথ্য সংকলন (প্রথম প্রকাশ সংস্করণ)। পৃ. ১৮৮–১৯২।
  3. Rashiduzzaman, M. (ফেব্রুয়ারি ১৯৭৯)। "Bangladesh 1978: Search for a Political Party"Asian Survey১৯ (2)। University of California Press: ১৯১–১৯৭। ডিওআই:10.2307/2643785জেস্টোর 2643785
  4. Alim, Syed Fattahul (১ ফেব্রুয়ারি ২০১২)। "Has Left Politics any Future?"Forum। খণ্ড ৬ নং 2। দ্য ডেইলি স্টার। ২৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৬
  5. বদরুদ্দিন ওমর পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, তৃতীয় খন্ড ১৯৮৪, পৃষ্ঠা নং ২১৪-২১৫
  6. ইসলাম, এমাদ উল্লাহ শহিদুল (২২ ডিসেম্বর ২০১৩)। "সম্পাদকীয়-আপসহীন সংগ্রামের এক প্রতিচ্ছবি"বাংলাদেশ প্রতিদিন। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।
  7. প্রতিনিধি, জেলা (৯ জানুয়ারি ২০১২)। "ব্রিটিশ বিরোধী বিপ্লবী দেবেন সিকদারের মৃত্যুবার্ষিকী সোমবার"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ঢাকা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২
  8. সালেহ আতহার খান (২০১২)। "হক, আবদুল২"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন ৯৮৪৩২০৫৯০১ওসিএলসি 883871743ওএল 30677644M

বহিঃসংযোগ

[সম্পাদনা]