বিষয়বস্তুতে চলুন

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
দলের লোগো
ডাকনামবন্য জন্তু
অ্যাসোসিয়েশনমধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচফ্রঁসোয়া জাহুই
অধিনায়কজেফ্রি কন্দোগবিয়া
সর্বাধিক ম্যাচফক্সি কেথেবোয়ামা (৪২)
শীর্ষ গোলদাতাইলার মমি (১০)
মাঠবার্থেলেমি বোগান্দা স্টেডিয়াম
ফিফা কোডCTA
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১৩১ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ৪৯ (অক্টোবর ২০১২)
সর্বনিম্ন২০২ (জুলাই–সেপ্টেম্বর ২০০৯, মার্চ–আগস্ট ২০১০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১৩৮ বৃদ্ধি ৫ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ৭৯ (১৯৫৬)
সর্বনিম্ন১৬৪ (২০০৭–২০০৯)
প্রথম আন্তর্জাতিক খেলা
উবাঙ্গি-শারি ৫–১ ফরাসি ক্যামেরুন
(উবাঙ্গি-শারি; ১৯৫৬)[]
বৃহত্তম জয়
উবাঙ্গি-শারি ৫–১ ফরাসি ক্যামেরুন
(উবাঙ্গি-শারি; ১৯৫৬)
বৃহত্তম পরাজয়
 কোত দিভোয়ার ১১–০ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র 
(আবিজান, কোত দিভোয়ার; ২৭ ডিসেম্বর ১৯৬১)

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল (ইংরেজি: Central African Republic national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা মধ্য আফ্রিকান ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৬৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬৮ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৬ সালে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; উবাঙ্গি-শারিতে অনুষ্ঠিত উক্ত ম্যাচে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র উবাঙ্গি-শারি হিসেবে ফরাসি ক্যামেরুনকে কাছে ৫–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট বার্থেলেমি বোগান্দা স্টেডিয়ামে বন্য জন্তু নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঁগিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রঁসোয়া জাহুই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন আতলেতিকো মাদ্রিদের মধ্যমাঠের খেলোয়াড় জেফ্রি কন্দোগবিয়া

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, আফ্রিকা কাপ অফ নেশন্সেও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।

নরমান বোকান্দা, ফক্সি কেথেবোয়ামা, ফ্রাঙ্কলিন আনজিতে, ইলার মমি এবং জেফ্রি কন্দোগবিয়ার মতো খেলোয়াড়গণ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং

[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১২ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৯তম) অর্জন করে এবং ২০০৯ সালের জুলাই মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ২০২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৭৯তম (যা তারা ১৯৫৬ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৬৪। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৯অপরিবর্তিত  নাইজার১১২৭.৭৫
১৩০অপরিবর্তিত  মালয়েশিয়া১১২২.৮৭
১৩১অপরিবর্তিত  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১১২১.৩৪
১৩২অপরিবর্তিত  সলোমন দ্বীপপুঞ্জ১১১৩.৫৭
১৩৩অপরিবর্তিত  রুয়ান্ডা১১০৭.০৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১৩৬বৃদ্ধি  রুয়ান্ডা১৩০৮
১৩৬বৃদ্ধি ২৪  সলোমন দ্বীপপুঞ্জ১৩০৮
১৩৮বৃদ্ধি  মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র১৩০৬
১৩৯বৃদ্ধি ১৪  মালয়েশিয়া১৩০৪
১৪০হ্রাস ২২  ইথিওপিয়া১৩০৩
১৪০হ্রাস ১১  সুরিনাম১৩০৩

প্রতিযোগিতামূলক তথ্য

[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ

[সম্পাদনা]
ফিফা বিশ্বকাপবাছাইপর্ব
সালপর্বঅবস্থানম্যাচজয়ড্রহারস্বগোবিগোম্যাচজয়ড্রহারস্বগোবিগো
উরুগুয়ে ১৯৩০অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
ব্রাজিল ১৯৫০
সুইজারল্যান্ড ১৯৫৪
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬
মেক্সিকো ১৯৭০
পশ্চিম জার্মানি ১৯৭৪
আর্জেন্টিনা ১৯৭৮প্রত্যাহারপ্রত্যাহার
স্পেন ১৯৮২অযোগ্য ঘোষিতঅযোগ্য ঘোষিত
মেক্সিকো ১৯৮৬অংশগ্রহণ করেনিঅংশগ্রহণ করেনি
ইতালি ১৯৯০
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪
ফ্রান্স ১৯৯৮
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২উত্তীর্ণ হয়নি
জার্মানি ২০০৬প্রত্যাহারপ্রত্যাহার
দক্ষিণ আফ্রিকা ২০১০
ব্রাজিল ২০১৪উত্তীর্ণ হয়নি১২
রাশিয়া ২০১৮
কাতার ২০২২অনির্ধারিতঅনির্ধারিত
মোট০/২১১০১১১৯

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩
  2. 1 2 গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪
  3. Barrie Courtney। "Central African Republic – List of International Matches"। RSSSF। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]