রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন
অবয়ব
| উয়েফা | |
|---|---|
| প্রতিষ্ঠিত | ১৪ অক্টোবর ১৯০৯ (ফেদেরাসিওন এস্পানিয়োলা দে ক্লাবস দে ফুটবল হিসেবে)[১] ২৯ সেপ্টেম্বর ১৯১৩[২] |
| সদর দপ্তর | মাদ্রিদ, স্পেন |
| ফিফা অধিভুক্তি | ১৯০৪[১] |
| উয়েফা অধিভুক্তি | ১৯৫৪ |
| ওয়েবসাইট | www |
রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Real Federación Española de Fútbol, ইংরেজি: Royal Spanish Football Federation; এছাড়াও সংক্ষেপে আরএফইএফ নামে পরিচিত) হচ্ছে স্পেনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯০৯ সালের ১৪ই অক্টোবর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪৫ বছর পর ১৯৫৪ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত।
এই সংস্থাটি স্পেনের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লা লিগা, কোপা দেল রে এবং স্পেনীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন লুইস রুবিয়ালেস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন আন্দ্রেও কাম্পস।
কর্মকর্তা
[সম্পাদনা]- ৫ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Adidas presentó la nueva equipación de España"। Real Federación Española de Fútbol। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
(স্পেনীয়) (ইংরেজি) - ফিফা-এ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুন ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (ইংরেজি)