বিষয়বস্তুতে চলুন

সাক্ষরতার হার অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভারতে সাক্ষরতা হারের মানচিত্র, ২০১১।[]

ভারতে সাক্ষরতার হার ১৯৪৭এ স্বাধীনতা অর্জনের কালে মাত্র ১২.০০ শতাংশ থেকে প্রাক্কলন অনুযায়ী ২০১৮-এ ৭৪.৩০ শতাংশে উন্নীত হয়েছে। ২০১১ তে অনুষ্ঠিত জনগণনায় ভারতের সাক্ষরতার হার ৭৪.০৪ শতাংশ নির্ণীত হয়েছিল। সাক্ষরতার মাপে ভারত পৃথিবীর ১২২তম দেশ। ভারতের বর্তমান জনসংখ্যা ১,৩৫৬,১৬৩,২৬২ জন। সাক্ষরতার হার রাজ্য থেকে রাজ্যে বিভিন্ন হয়ে থাকে। ২০১৮ এর প্রাক্কলন অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার ৯৩.৯১ শতাংশ। এটি সর্বোচ্চ হার।

রাজ্যভিত্তিক সাক্ষরতার হার

[সম্পাদনা]

সাক্ষরতার হার রাজ্য থেকে রাজ্যে বিভিন্ন হয়ে থাকে। ২০১৮ এর প্রাক্কলন অনুযায়ী কেরালা রাজ্যে সাক্ষরতার হার ৯৩.৯১ শতাংশ। এটি সর্বোচ্চ হার। নিম্নের তালিকাটি সাক্ষরতার হার অনুযায়ী ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা। এই তালিকা ২০০১ ও ২০১১ সালের আদমশুমারির ভিত্তিতে গঠিত; তবে নবগঠিত রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সাক্ষরতা হার দ্য টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টেরর ভিত্তিতে দেওয়া হল।[][][]

ক্রমিকমানভারত/রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলসাক্ষরতার হার (%) - ২০১১ জনগণনাসাক্ষরতার হার (%) - ২০০১ জনগণনাসাক্ষরতার হারে বৃদ্ধি (%)
*ভারত৭৪.০৪৬৪.৮৩১.২
০০তেলেঙ্গানা--[]----
কেরল৯৩.৯১৯০.৮৬৩.১৪
লাক্ষাদ্বীপ৯২.২৮৮৬.৬৬৫.৬২
মিজোরাম৯১.৫৮৮৮.৮০২.৭৮
ত্রিপুরা৮৭.৭৫ []৭৩.২৯১৩.৫৬
গোয়া৮৭.৪০৮২.০১৫.৩৯
দমন ও দিউ৮৭.০৭৭৮.১৮৮.৮৯
পুদুচেরি৮৬.৫৫৮১.২৪৫.৩১
চণ্ডীগড়৮৬.৪৩৮১.৯৪৪.৪৯
দিল্লি৮৬.৩৪৮১.৬৭৪.৬৭
১০আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ৮৬.২৭৮১.৩৪.৯৭
১১হিমাচল প্রদেশ৮৩.৭৮৭৬.৪৮৭.৩
১২মহারাষ্ট্র৮২.৯১৭৬.৮৮৬.০৩
১৩সিক্কিম৮২.২০৬৮.৮১১৩.৯
১৪তামিলনাড়ু৮০.৩৩৭৩.৪৫৬.৮৮
১৫নাগাল্যান্ড৮০.১১৬৬.৫৯১৩.৫২
১৬মনিপুর৭৯.৮৫৬৯.৯৩৯.৯২
১৭উত্তরাঞ্চল৭৯.৬৩৭১.৬২৮.০১
১৪গুজরাত৭৯.৩১৬৯.১৪১০.১৭
১৯দাদরা ও নগর হাভেলি৭৭.৬৫৫৭.৬৩২০.০২
২০পশ্চিম বঙ্গ৭৭.০৮৬৮.৬৪৮.৪৪
২১পাঞ্জাব৭৬.৬৮৬৯.৬৫৭.০৩
২২হরিয়ানা৭৬.৬৪৬৭.৯১৮.৭৩
২৩কর্ণাটক৭৫.৬০৬৬.৬৪৮.৯৬
২৪মেঘালয়৭৫.৪৮৬২.৫৬১২.৯২
২৫ওড়িশা৭৩.৪৫৬৩.০৪১০.৩৭
২৬অসম৭৩.১৮৮৩.১১৯.৯৩
২৭ছত্তিসগড়৭১.০৪৬৪.৬৬৬৩.৩৮
২৮মধ্য প্রদেশ৭০.৬৩৬৩.৭৪৬.৮৯
২৯উত্তর প্রদেশ৬৯.৭২৫৬.২৭১৩.৪৯
৩০জম্মু ও কাশ্মীর৬৮.৭৪৫৫.৫২১৩.২২
৩১ঝাড়খণ্ড৬৭.৬৩৫৩.৫৬১৪.০৭
৩২রাজস্থান৬৭.৬
০০অন্ধ্রপ্রদেশ
  1. In September 2013, the State Government of Tripura claimed that the state has surpassed Kerala as the most literate state in India, with a literacy rate of 94.65%.[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Ranking of states and union territories by literacy rate: 2011 Census of India Report (2013)
  2. Census 2011, Chapter 6 (State of Literacy), p.14, Government of India
  3. 1 2 Nag, Kingshuk (২ জুন ২০১৪)। "T-party today: India's 29th state Telangana is born"Times of India
  4. "Tripura has achieved first position in literacy"decccan herald। ৮ সেপ্টেম্বর ২০১৩।
  5. Tripura beats Kerala in literacy", Times of India, 8 September 2013