সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়
অবয়ব
| সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় | |
|---|---|
| অবস্থান | |
![]() | |
| স্থানাঙ্ক | ২৩°৫২′২০″ উত্তর ৮৯°২১′৪০″ পূর্ব / ২৩.৮৭২১৬১° উত্তর ৮৯.৩৬০৯৭৫° পূর্ব |
| তথ্য | |
| প্রাক্তন নাম | সেনগ্রাম গোবিন্দসুন্দরী এম.ই. স্কুল |
| বিদ্যালয়ের ধরন | এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় |
| প্রতিষ্ঠাকাল | ১৯০৩ |
| প্রতিষ্ঠাতা | রাইচরণ দাস |
| বিদ্যালয় বোর্ড | যশোর |
| বিদ্যালয় জেলা | কুষ্টিয়া |
| ইআইআইএন | ১১৭৬২২ |
| লিঙ্গ |
|
| ক্যাম্পাসের ধরন | গ্রামীণ |
সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নে অবস্থিত একটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন সময়ে বিদ্যালয়টি নদীয়া জেলার অন্যতম একটি বিদ্যালয় হিসেবে পরিচিত ছিল।[১]
ইতিহাস
[সম্পাদনা]রাইচরণ দাস ১৯০৩ সালে তার নিজ বাড়ির চারচালা টিনের ঘরে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। কাজকর্ম সুবিধার্থে তিনি নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার শেষ প্রান্তে বর্তমান খোকসা উপজেলার সেনগ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। তিনি বিদ্যালয়ের নাম তার মায়ের নামে 'সেনগ্রাম গোবিন্দসুন্দরী এম.ই. স্কুল' নামকরণ করেছিলেন। এটি ১৯৫৪ সালে নিম্ন মাধ্যমিক এবং ১৯৭০ সালে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে। মোহাম্মদ আবু হেনার পিতা আমানত আলী মল্লিক ৩২ বছর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন।[১]
উল্লেখযোগ্য ব্যক্তি
[সম্পাদনা]- কাজী মোতাহার হোসেন - বাংলাদেশী পরিসংখ্যানবিদ, অনুবাদক, সাহিত্যিক ও দাবাড়ু
- মোহাম্মদ আবু হেনা - বাংলাদেশের সপ্তম প্রধান নির্বাচন কমিশনার
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 মোহাম্মদ আলী, সম্পাদক (২০২২)। উপজেলা তথ্য, পরিকল্পনা ও বাজেট বই উপজেলা পরিষদ, পাংশা, রাজবাড়ী (পিডিএফ)। পাংশা: পাংশা উপজেলা পরিষদ।
