সেপ্টেম্বর ২০২৫-এ কলকাতায় মেঘভাঙা বৃষ্টি
| তারিখ | ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
|---|---|
| সময় | রাত ০১:০০ থেকে সকাল ১১:০০ (ভারতীয় প্রমাণ সময়) |
| অবস্থান | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| ধরন | হড়পা বান |
| কারণ | মেঘভাঙা বৃষ্টি |
| নিহত | ১১[১] |
| আহত | ৩০-এর বেশি |
| নিখোঁজ | ২ |
২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর কলকাতা শহরে তীব্র মেঘভাঙা বৃষ্টি হয়। এর ফলে শহরজুড়ে জলাবদ্ধতা ও হড়পা বান ঘটে। এই ঘটনার ফলে শহরে ৯ জন ও পার্শ্ববর্তী জেলায় ২ জন নিহত, ৩০ জন আহত এবং ২ জন নিখোঁজ।[২]
সারসংক্ষেপ
[সম্পাদনা]২০২৫ সালের ২২ সেপ্টেম্বর মহালয়ার দিন কলকাতার বৃহত্তম উৎসব দুর্গাপূজা উদ্বোধনের পর ২৩ সেপ্টেম্বরে সকালের শুরুতে তীব্র মেঘভাঙা বৃষ্টি হয়। এর ফলে শহরজুড়ে হড়পা বান ও বিপুল ক্ষয়ক্ষতি ঘটে। শহরে অন্তত ৯ জন তড়িতাহত হয় বলে জানা যায়, আর গড়িয়াহাট, গরফা, একবালপুর, বেনিয়াপুকুর, শেকসপিয়র সরণি, নেতাজিনগর, হরিদেবপুর, নরেন্দ্রপুর ও বেহালায় একজন করে নিহত হওয়ার ঘটনা পাওয়া যায়।[৩][৪]
আবহাওয়া পর্যবেক্ষণ
[সম্পাদনা]ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ (আইএমডি) শহরজুড়ে জোরালো বৃষ্টিপাত লিপিবদ্ধ করে। শহরের দক্ষিণ ও পূর্ব এলাকায় বৃষ্টিপাত সবচেয়ে জোরালো। কলকাতা পৌরসংস্থার প্রতিবেদন অনুযায়ী গড়িয়া কামডহরী অঞ্চলে কয়েক ঘণ্টায় ৩৩২ মিলিমিটার (১৩.১ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। অন্যান্য এলাকায় যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে, যেমন যোধপুর পার্ক (২৮৫ মিলিমিটার অথবা ১১.২ ইঞ্চি), কালীঘাট (২৮০ মিলিমিটার অথবা ১১ ইঞ্চি), তোপসিয়া (২৭৫ মিলিমিটার অথবা ১০.৮ ইঞ্চি), বালিগঞ্জ (২৬৪ মিলিমিটার অথবা ১০.৪ ইঞ্চি), আলিপুর (২৫১ মিলিমিটার অথবা ৯.৯ ইঞ্চি) এবং উত্তর কলকাতার ঠনঠনিয়া (১৯৫ মিলিমিটার অথবা ৭.৭ ইঞ্চি)।[৫] কলকাতা ছাড়াও শহরতলি ও উপনগর জোরালো বৃষ্টিপাতে আক্রান্ত হয়। আইএমডি-র বুলেটিন অনুযায়ী বসিরহাটে ১০৯ মিলিমিটার (৪.৩ ইঞ্চি) ও ব্যারাকপুরে ৭১ মিলিমিটার (২.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়।[৬]
ফলাফল
[সম্পাদনা]আন্ডারপাস।]]
মেঘভাঙা বৃষ্টির ফলে কলকাতার সিংহী পার্ক, হাতিবাগান নবীনপল্লী, চালতাবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট ইত্যাদি পূজা কমিটির মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ম্যাডক্স স্কোয়ার, ত্রিধারা সম্মিলনী, বালিগঞ্জ কালচারাল এ্যাসোসিয়েশন ইত্যাদির মণ্ডপ জলমগ্ন হয়।[৭][৮] হড়পা বানে কলকাতার স্বাভাবিক জীবন স্তব্ধ হওয়ায় মঙ্গলবার ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, শিবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষামূলক কার্যকলাপ বন্ধ করে। এছাড়া রেল, বাস ও মেট্রো পরিষেবা ব্যহত হয়।[৯] ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, রাসবিহারী অ্যাভিনিউ ইত্যাদি ব্যস্ত সড়ক জলমগ্ন হওয়ায় অনেক রাস্তা বন্ধ হয়ে যায়। খারাপ আবহাওয়ার জন্য ৩০টা উড়ান বাতিল হয়, আর ইন্ডিগো ও স্পাইসজেটের মতো বিমানসংস্থা কলকাতা বিমানবন্দরগামী যাত্রীদের নিরাপত্তার পরামর্শ জারি করে। শহরের বিপজ্জনক আবহাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অতিরিক্ত দুই দিনের জন্য পূজার ছুটি ঘোষণা করেন।[১০]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Kolkata Rain Live Updates: 11 Killed As Heaviest Downpour In Decades Hits City; IMD Warns Of More Showers"। Zee News। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Kolkata Rain Live Updates: 7 dead, multiple flights hit, Vande Bharat trains rescheduled, power supply cut; IMD issues warning"। The Times of India। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Rains lash Kolkata, Maharashtra, Telangana amid changing weather conditions"। The Hindu। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Five die after Indian city receives worst single-spell rainfall in years"। BBC News। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Kolkata Rain: Low Pressure Over Bay of Bengal, IMD Alert; Waterlogging Areas & Traffic Routes to Avoid During Durga Puja"। Livemint। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Weather Observation Report for Kolkata and Surrounding Areas" (PDF)। India Meteorological Department। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Kolkata Rain: জল থইথই চালতাবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে, গলে গিয়েছে প্রতিমাও"। ABP Live। ২৪ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ আনন্দ উৎসব ডেস্ক (২৩ সেপ্টেম্বর ২০২৫)। "মণ্ডপ ভাঙল হাতিবাগানে, জলে ডুবে বহু প্যান্ডেল, চার দিনের মধ্যে ক্ষয়ক্ষতি সামলাবেন কী ভাবে?"। আনন্দবাজার। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "West Bengal Live Updates: Heavy Rain, Kolkata Waterlogged Districts; Local Train Stopped, Calcutta University Exams Cancelled"। ABP Ananda। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
- ↑ "Kolkata rain live updates: Heavy rainfall, waterlogging, floods, traffic, schools closed; IMD alert"। Times of India। ২৩ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৫।
