বিষয়বস্তুতে চলুন

২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে সাঁতার – নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
XXIX অলিম্পিয়াড খেলায়
মহিলাদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক
স্থানবেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টার
তারিখ১৩ই আগস্ট (হিট)
১৫ই আগস্ট (ফাইনাল)
প্রতিযোগী৪১ জন প্রতিযোগী
পদকবিজয়ী
১ রেবেকা সোনি  মার্কিন যুক্তরাষ্ট্র
২ লেইসেল জোন্স  অস্ট্রেলিয়া
৩ সারা নর্ডেনস্টাম  নরওয়ে
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে
সাঁতারের বিভাগসমূহ
প্রতিযোগিতার নমুনাচিত্র (বেসরকারী)
ফ্রিস্টাইল
৫০মিটার   পুরুষ   মহিলা
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
৮০০মিটার মহিলা
১৫০০মিটার পুরুষ
ব্যাকস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্রেস্টস্ট্রোক
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
বাটারফ্লাই
১০০মিটার পুরুষ মহিলা
২০০মিটার পুরুষ মহিলা
ব্যক্তিগত মেডলি
২০০মিটার পুরুষ মহিলা
৪০০মিটার পুরুষ মহিলা
ফ্রিস্টাইল রিলে
×১০০মিটার পুরুষ মহিলা
×২০০মিটার পুরুষ মহিলা
মেডলি রিলে
×১০০মিটার পুরুষ মহিলা
ম্যারাথন
১০কিমি পুরুষ মহিলা

২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের ২০০মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগের প্রতিযোগিতা আগস্টের ১৩১৫ তারিখের মধ্যে বেইজিং ন্যাশনাল অ্যাকুয়াটিক সেন্টারে অনুষ্ঠিত হয়। সাঁতারের এই বিভাগে ব্রেস্টস্ট্রোক পদ্ধতিতে সাঁতার কাটা হয়। যেহেতু, অলিম্পিকে সাঁতারের পুলের দৈর্ঘ্য ৫০মিটার হয়, এই প্রতিযোগিতায় পুলটি চারবার পার করতে হয়।

সেমিফাইনাল ও ফাইনাল ছাড়া সর্বমোট ছয়টি হিট অনুষ্ঠিত হয় এবং প্রায় প্রতিটিতেই সর্বোচ্চ সংখ্যক সাঁতারু (আটজন) অংশগ্রহণ করেন। একক হিটের ফলের ওপর একজন সাঁতারুর অগ্রবর্তী হওয়া নির্ভর করে না। সামগ্রিক ভাবে সেরা সময় করা প্রথম ষোলজন সাঁতারুকে সেমিফাইনালের জন্য বাছাই করা হয়। এরপর দুটি সেমিফাইনাল হিটে সেই ষোলজন প্রতিযোগীকে ৮ জন করে ভাগ করে দেওয়া হয়। এক্ষেত্রেও সেমিফাইনালদ্বয়ের সামগ্রিক ভাবে সেরা সময় করা ৮জনকে নিয়ে ফাইনাল হিট হয়। সেখানে অবশেষে এই আটজন প্রতিযোগী পদকের উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্ব্বিতা করে।

২০০৮ গেমসে যোগ্যতা অর্জনের মাপকাঠি ছিল ২:২৮.২০সেকেন্ড(A মান) এবং ২:৩৩.৪০সেকেন্ড (B মান)। যে সকল NOC-এর দুই বা ততোধিক সাঁতারু A মানের তারা যে কোনো দুজন A মানের প্রতিযোগীকে পাঠাতে পারে; অন্যথায়, তারা একজন B মানের সাঁতারুকে পাঠাতে পারে।

রেকর্ড

[সম্পাদনা]
বিশ্বরেকর্ডকারী ও ২০০মিটার ব্রেস্টস্ট্রোক প্রতিযোগিতার অন্যতম দাবিদার, লেইসেল জোন্স।

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড লেইসেল জোন্স (AUS)২:২০.৫৪মেলবোর্ন, অস্ট্রেলিয়া১লা ফেব্রুয়ারি ২০০৬[]
অলিম্পিক রেকর্ড আমান্ডা বেয়ার্ড (USA)২:২৩.৩৭অ্যাথেন্স, গ্রীস১৯শে আগস্ট ২০০৪-

এই অলিম্পিকে যে সব রেকর্ড গড়া হয় সেগুলি নিচে দেওয়া হল।

তারিখবিভাগনামরাষ্ট্রসময়ORWR
১৩ই আগস্টহিট ৫রেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২২.১৭OR
১৫ই আগস্টফাঈনালরেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২০.২২ORWR
ক্রমহিটলেননামদেশসময়টিকা
রেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২২.১৭Q, OR
লেইসেল জোন্স অস্ট্রেলিয়া২:২৩.৮১Q
মির্না জুকিচ অস্ট্রিয়া২:২৪.৩৯Q
সারা নর্ডেনস্টাম নরওয়ে২:২৪.৪৭ Q
রাই কানেতো জাপান২:২৪.৬২Q
মেগুমি তানেদা জাপান২:২৪.৭৫Q
অ্যানামে পিয়ার্স কানাডা২:২৫.০১Q
য়ুলিয়া ইয়েফিমোভা রাশিয়া২:২৫.০৭Q
সুজান ভ্যান বিল্জন দক্ষিণ আফ্রিকা২:২৫.৫১Q
১০স্যালি ফস্টার অস্ট্রেলিয়া২:২৫.৫৪Q
১১সেউল্কি জুং দক্ষিণ কোরিয়া২:২৫.৯৫Q
১২জোলিন হো্স্টম্যান সুইডেন২:২৬.০০Q
১৩হুই কি চীন২:২৬.১৬Q
১৪অ্যান পোলস্কা জার্মানি২:২৬.৭৪Q
১৫এলিস ম্যাটিসেন বেলজিয়াম২:২৭.০৪Q
১৬জিওং দারি দক্ষিণ কোরিয়া২:২৭.২৮Q
১৭ইনা কাপিশিনা বেলারুশ২:২৭.৩৪
১৮আমান্ডা বেয়ার্ড মার্কিন যুক্তরাষ্ট্র২:২৭.৭০
১৯ই টিং সিওউ মালয়েশিয়া২:২৭.৮০
২০ওল্গা দেতেন্যুক রাশিয়া২:২৭.৮৭
২০কির্স্টি ব্যালফোর গ্রেট ব্রিটেন২:২৭.৮৭
২২অ্যাড্রিয়ানা মার্মোলেজো মেক্সিকো২:২৮.১০NR
২৩য়ুলিয়া পিডলিস্না ইউক্রেন২:২৮.৮৪
২৪মিরেইয়া বেলমন্ট স্পেন২:২৯.৪৬
২৫আলিয়া অ্যাটকিনসন জ্যামাইকা২:২৯.৫৩
২৬নান লুও চীন২:২৯.৬৭
২৭ক্যাটালিন বোর হাঙ্গেরি২:২৯.৯৫
২৮সারা এলবেক্রি মরক্কো২:৩০.০৪
২৯ডায়ানা গোমেজ পর্তুগাল২:৩০.১৮
৩০সোফি ডে রোঞ্চি ফ্রান্স২:৩০.৯৩
৩১মারিনা কুচ মন্টিনিগ্রো২:৩১.২৪
৩২দিলারা গুনায়দিন তুরস্ক২:৩১.৮৬
৩৩নাজা হিগল সার্বিয়া২:৩২.৭৮
৩৪স্মাইলিয়ানা মারিনোভিচ ক্রোয়েশিয়া২:৩২.৮০
৩৫রামিন্তা ভারিস্কাইট লিথুয়ানিয়া২:৩৩.৩২
৩৬নিকোলেট টেও সিঙ্গাপুর২:৩৪.৬০
৩৭অগাস্টিনা ডি জিওভান্নি আর্জেন্টিনা২:৩৪.৯৪
৩৮অ্যাঞ্জেলিকি এক্সারচৌ গ্রিস২:৩৬.৮৩
৩৯নূরা লখানেন ফিনল্যান্ড২:৩৮.৯৭
৪০তাতিয়ানি সাকেমি ব্রাজিল২:৩৯.১৩
DNSসারা পোয়ে জার্মানিDNS

সেমিফাইনাল

[সম্পাদনা]
ক্রমহিটলেননামদেশসময়টিকা
সেমিফাইনাল ২রেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২২.৬৪Q
সেমিফাইনাল ১লেইসেল জোন্স অস্ট্রেলিয়া২:২৩.০৪Q
সেমিফাইনাল ২মির্না জুকিচ অস্ট্রিয়া২:২৩.৭৬Q, ER
সেমিফাইনাল ১সারা নর্ডেনস্টাম নরওয়ে২:২৩.৭৯Q, ER
সেমিফাইনাল ২অ্যানামে পিয়ার্স কানাডা২:২৩.৯৪Q
সেমিফাইনাল ১য়ুলিয়া ইয়েফিমোভা রাশিয়া২:২৪.০০Q
সেমিফাইনাল ১মেগুমি তানেদা জাপান২:২৫.৪২Q
সেমিফাইনাল ২রাই কানেতো জাপান২:২৫.৬৫Q
সেমিফাইনাল ১স্যালি ফস্টার অস্ট্রেলিয়া২:২৬.৩৩
১০সেমিফাইনাল ১অ্যান পোলস্কা জার্মানি২:২৬.৭১
১১সেমিফাইনাল ২সেউল্কি জুং দক্ষিণ কোরিয়া২:২৬.৮৩
১২সেমিফাইনাল ১জোলিন হো্স্টম্যান সুইডেন২:২৭.১৪
১৩সেমিফাইনাল ২হুই কি চীন২:২৭.৬৩
১৪সেমিফাইনাল ১জিওং দারি দক্ষিণ কোরিয়া২:২৮.২৮
১৫সেমিফাইনাল ২সুজান ভ্যান বিল্জন দক্ষিণ আফ্রিকা২:২৮.৪৫
১৬সেমিফাইনাল ২এলিস ম্যাটিসেন বেলজিয়াম২:২৯.৬৪

ফাইনাল

[সম্পাদনা]
ক্রমলেননামদেশসময়টিকা
১রেবেকা সোনি মার্কিন যুক্তরাষ্ট্র২:২০.২২ডব্লিউআর
২লেইসেল জোন্স অস্ট্রেলিয়া২:২২.০৫
৩সারা নর্ডেনস্টাম নরওয়ে২:২৩.০২ER
মির্না জুকিচ অস্ট্রিয়া২:২৩.২৪NR
য়ুলিয়া ইয়েফিমোভা রাশিয়া২:২৩.৭৬NR
অ্যানামে পিয়ার্স কানাডা২:২৩.৭৭NR
রাই কানেতো জাপান২:২৫.১৪
মেগুমি তানেদা জাপান২:২৫.২৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Cowley, Michael (২ ফেব্রুয়ারি ২০০৬)। "Lethal again: Jones beats own record"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০০৮ {{সংবাদ উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)