বিষয়বস্তুতে চলুন

২০১৩–১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০১৩-১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর
 
  দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া
তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৪ – ১৪ মার্চ ২০১৪
অধিনায়ক গ্রেইম স্মিথ (টেস্ট) মাইকেল ক্লার্ক (টেস্ট)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ডেভিড ওয়ার্নার (৫৪৩) এবি ডি ভিলিয়ার্স (৩৪১)
সর্বাধিক উইকেট মিচেল জনসন (২২) ডেল স্টেইন (১২)
সিরিজ সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান কুইন্টন ডি কক (৮২) অ্যারন ফিঞ্চ (৪৪)
সর্বাধিক উইকেট ইমরান তাহির
জেপি ডুমিনি
ওয়েন পারনেল (২)
গ্লেন ম্যাক্সওয়েল
ব্র্যাড হগ (২)
সিরিজ সেরা খেলোয়াড় কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
২০১৩-১৪ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর

অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৫ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখ থেকে ১৪ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক দক্ষিণ আফ্রিকা সফর করে। সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ৩টি টেস্ট ম্যাচ ও ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের মোকাবেলা করে।[]

দলের সদস্য

[সম্পাদনা]
টেস্ট টি২০আই
 দক্ষিণ আফ্রিকা[]  অস্ট্রেলিয়া[]  দক্ষিণ আফ্রিকা  অস্ট্রেলিয়া

টেস্ট সিরিজ

[সম্পাদনা]

১ম টেস্ট

[সম্পাদনা]
১২-১৬ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড
৩৯৭ (১২২ ওভার)
শন মার্শ ১৪৮ (২৮৮)
ডেল স্টেইন ৪/৭৮ (২৯ ওভার)
২০৬ (৬১.১ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৯১ (১৪৮)
মিচেল জনসন ৭/৬৮ (১৭.১ ওভার)
২৯০/৪ডিঃ (৭২.২ ওভার)
ডেভিড ওয়ার্নার ১১৫ (১৫১)
ডেল স্টেইন ২/৬১ (১৪.২ ওভার)
২০০ (৫৯.৪ ওভার)
এবি ডি ভিলিয়ার্স ৪৮ (৯০)
মিচেল জনসন ৫/৫৯ (১৬ ওভার)
অস্ট্রেলিয়া ২৮১ রানে বিজয়ী
সুপারস্পোর্ট পার্ক, সেঞ্চুরিয়ন
ম্যাচ সেরা খেলোয়াড়: মিচেল জনসন (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • অস্ট্রেলিয়ার পক্ষে অ্যালেক্স ডুলানের টেস্ট অভিষেক ঘটে।

২য় টেস্ট

[সম্পাদনা]
২০-২৪ ফেব্রুয়ারি, ২০১৪
স্কোরকার্ড
৪২৩ (১৫০.৫ ওভার)
জেপি ডুমিনি ১২৩ (২৩১)
নাথান লিওন ৫/১২৩ (৪৬ ওভার)
২৪৬ (৫৭ ওভার)
ডেভিড ওয়ার্নার ৭০ (৭৮)
মরনে মরকেল ৩/৬৩ (১৭ ওভার)
২৭০/৫ডিঃ (৬৪ ওভার)
হাশিম আমলা ১২৭* (১৭৬)
মিচেল জনসন ২/৫১ (১৫ ওভার)
২১৬ (৭৩.৪ ওভার)
ক্রিস রজার্স ১০৭ (২৩৭)
ডেল স্টেইন ৪/৫৫ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২৩১ রানে বিজয়ী
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ
ম্যাচ সেরা খেলোয়াড়: জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • দক্ষিণ আফ্রিকার পক্ষে কুইন্টন ডি ককের টেস্ট অভিষেক ঘটে।

৩য় টেস্ট

[সম্পাদনা]
১-৫ মার্চ, ২০১৪
স্কোরকার্ড
৪৯৪/৭ডিঃ (১২৭.৪ ওভার)
মাইকেল ক্লার্ক ১৬১* (৩০১)
জেপি ডুমিনি ৪/৭৩ (১৭ ওভার)
২৮৭ (৮২.৫ ওভার)
ফাফ দু প্লেসিস ৫৩ (১০৬)
মিচেল জনসন ৪/৪২ (১৯ ওভার)
৩০৩/৫ডিঃ (৫৮ ওভার)
ডেভিড ওয়ার্নার ১৪৫ (১৫৬)
কাইল অ্যাবট ৩/৬১ (১৪ ওভার)
২৬৫ (১৩৪.৩ ওভার)
ভার্নন ফিল্যান্ডার ৫১* (৯৯)
রায়ান হ্যারিস ৪/৩২ (২৪.৩ ওভার)
অস্ট্রেলিয়া ২৪৫ রানে বিজয়ী
নিউ ল্যান্ডস, কেপটাউন
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অস্ট্রলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ২য় দিন বৃষ্টি নামে।
  • এ টেস্টটি গ্রেইম স্মিথের খেলোয়াড়ী জীবনের সর্বশেষ টেস্ট।

পরিসংখ্যান

[সম্পাদনা]
ব্যাটিং
সর্বাধিক রান[]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যারানগড়সর্বোচ্চ রান
অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার৫৪৩৯০.৫০১৪৫
দক্ষিণ আফ্রিকা এবি ডি ভিলিয়ার্স৩৪১৫৬.৮৩১১৬
অস্ট্রেলিয়া স্টিভ স্মিথ২৬৯৬৭.২৫১০০
দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা২৫৮৫১.৬০১২৭*
দক্ষিণ আফ্রিকা জেপি ডুমিনি২২৩৪৪.৬০১২৩
বোলিং
সর্বাধিক উইকেট[]
খেলোয়াড়ের নামখেলার সংখ্যাউইকেটপ্রদেয় রানগড়সেরা বোলিং
অস্ট্রেলিয়া মিচেল জনসন ২২ ৩৮২১৭.৩৬৭/৬৮
দক্ষিণ আফ্রিকা ডেল স্টেইন ১২ ৩১৭২৬.৪২৪/৫৫
অস্ট্রেলিয়া রায়ান হ্যারিস ১০ ৩১৮৩১.৮০৪/৩২
অস্ট্রেলিয়া নাথান লিওন৩১২৩৯.০০৫/১৩০
দক্ষিণ আফ্রিকা মরনে মরকেল২৬২৩৭.৪৩৪/৭৩

অর্জনসমূহ

[সম্পাদনা]
দক্ষিণ আফ্রিকা
  • হাশিম আমলা ১ম টেস্টের ২য় ইনিংসে ৬,০০০ রান অতিক্রম করেন।
  • ১ম টেস্টে ২৮১ রানের ব্যবধানে পরাজয় গত ১৯ টেস্টের মধ্যে প্রথম।[]
  • এবি ডি ভিলিয়ার্স ২য় টেস্টের ১ম ইনিংসে ব্যক্তিগত ৫১ রানের সময় নিজ বিশ্বরেকর্ডকে আরও সম্প্রসারণ করে নিয়ে যান, যিনি ধারাবাহিকভাবে ১২ টেস্টে কমপক্ষে অর্ধ-শতক করেছেন। এ ইনিংসে তিনি ১৯শ টেস্ট সেঞ্চুরি করেন।[]
  • এবি ডি ভিলিয়ার্স ২য় টেস্টের ১ম ইনিংসে ৭,০০০ রান অতিক্রম করেন।
  • জেপি ডুমিনি ২য় টেস্টের ১ম ইনিংসে তার ৩য় টেস্ট সেঞ্চুরি করেন।
  • জেপি ডুমিনি ২য় টেস্টের ১ম ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
  • হাশিম আমলা ২য় টেস্টের ২য় ইনিংসে তার ২১শ টেস্ট সেঞ্চুরি করেন।
  • জেপি ডুমিনি ৩য় টেস্টের ১ম ইনিংসে তার সেরা বোলিং (৪/৭৩) করেন।[]
অস্ট্রেলিয়া
  • শন মার্শ ১ম টেস্টের ১ম ইনিংসে তার ২য় টেস্ট সেঞ্চুরি করেন।
  • স্টিভ স্মিথ ১ম টেস্টের ১ম ইনিংসে তার ৪র্থ টেস্ট সেঞ্চুরি করেন।
  • ডেভিড ওয়ার্নার ১ম টেস্টের ২য় ইনিংসে তার ৬ষ্ঠ টেস্ট সেঞ্চুরি করেন।
  • ডেভিড ওয়ার্নার ১ম টেস্টের ২য় ইনিংসে ২,০০০ রান অতিক্রম করেন।
  • মিচেল জনসন ১ম টেস্টে নিজস্ব সেরা ও ১ম অস্ট্রেলীয় হিসেবে ১৯৯১ সালে ব্রুস রিডের পর ১২ উইকেট লাভ করেন।[] এ নিয়ে তিনি তৃতীয়বারের মতো ১০ উইকেট লাভ করেছেন। ৭ম অস্ট্রেলীয় বোলাররূপে ২৫০তম উইকেট শিকার করেন।
  • ১ম টেস্ট জয় ধারাবাহিকভাবে ৬ষ্ঠ টেস্ট বিজয়।
  • ক্রিস রজার্স ২য় টেস্টের ২য় ইনিংসে তার ৪র্থ টেস্ট সেঞ্চুরি করেন।
  • ডেভিড ওয়ার্নার ৩য় টেস্টের ১ম ইনিংসে তার ৭ম টেস্ট সেঞ্চুরি করেন।
  • মাইকেল ক্লার্ক ৩য় টেস্টের ১ম ইনিংসে ১০মবারের মতো ১৫০ বা ততোধিক রান করেন যা তার ব্যক্তিগত ২৭শ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে ১৩শ টেস্ট সেঞ্চুরি করেন।[]
  • ক্রিস রজার্স ৩য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
  • ডেভিড ওয়ার্নার ৩য় টেস্টের ২য় ইনিংসে তার ৮ম টেস্ট সেঞ্চুরি করেন।

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

[সম্পাদনা]

১ম টি২০আই

[সম্পাদনা]
৯ মার্চ, ২০১৪
১৪:৩০
স্কোরকার্ড
ফলাফল হয়নি
সেন্ট জর্জেস পার্ক, পোর্ট এলিজাবেথ
  • বৃষ্টিজনিত কারণে খেলা পরিত্যক্ত।

২য় টি২০আই

[সম্পাদনা]
১২ মার্চ, ২০১৪
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
৮০/১ (৭ ওভার)
 অস্ট্রেলিয়া
৮১/৫ (৬.৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে উভয় দলের ইনিংস ৭ ওভারে নির্ধারণ করা হয়।

৩য় টি২০আই

[সম্পাদনা]
১৪ মার্চ, ২০১৪
১৮:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১২৮/৭ (২০ ওভার)
 অস্ট্রেলিয়া
১২৯/৪ (১৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ৩৯ (২৭)
ইমরান তাহির ২/২১ (৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Australia tour of South Africa, 2013/14"। ESPNcricinfo। ৫ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১৪
  2. "Australia in South Africa Test Series, 2013/14: RSA Squad"। ESPNcricinfo। ৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪
  3. "Tour of South Africa (Australia Squad)"। Cricket Australia। ৪ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৪
  4. "Most runs in Series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  5. "Most wickets in series"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  6. 1 2 South Africa v Australia, 1st Test, Centurion, 4th day, Johnson's 12 wickets destroy South Africa, espncricinfo, retrieved: 15 February, 2014
  7. "De Villiers hundred drives South Africa"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)
  8. 1 2 "Rain intervenes after Clarke passes 150"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য)

আরও দেখুন

[সম্পাদনা]