বিষয়বস্তুতে চলুন

২০১৪ ফিফা বিশ্বকাপ গ্রুপ এইচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২০১৪ ফিফা বিশ্বকাপের গ্রুপ এইচ বেলজিয়াম, আলজেরিয়া, রাশিয়া, এবং দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত। এই গ্রুপের খেলা ১৭ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন ২০১৪ পর্যন্ত চলবে।

দলসমূহ

[সম্পাদনা]
ড্র স্থান দল বাছাইয়ের
পদ্ধতি
বাছাইয়ের
তারিখ
চূড়ান্তপর্বে
উত্তীর্ণ
সর্বশেষ
উপস্থিতি
সর্বোচ্চ
সাফল্য
ফিফা
র‍্যাঙ্কিং
[দ্রষ্টব্য ১]
এইচ১ (পাত্রানুসারে) বেলজিয়ামউয়েফা গ্রুপ এ বিজয়ী১১ অক্টোবর ২০১৩১২তম২০০২চতুর্থ স্থান (১৯৮৬)
এইচ২ আলজেরিয়াসিএএফ তৃতীয় রাউন্ড বিজয়ী১৯ নভেম্বর ২০১৩৪র্থ২০১০গ্রুপ পর্ব (১৯৮২, ১৯৮৬, ২০১০)৩২
এইচ৩ রাশিয়াউয়েফা গ্রুপ এফ বিজয়ী১৫ অক্টোবর ২০১৩১০ম[দ্রষ্টব্য ২]২০০২চতুর্থ স্থান (১৯৬৬)[দ্রষ্টব্য ৩]১৯
এইচ৪ দক্ষিণ কোরিয়াএএফসি ৪র্থ রাউন্ড গ্রুপ এ রানার-আপ১৮ জুন ২০১৩৯ম২০১০চতুর্থ স্থান (২০০২)৫৬

অবস্থান

[সম্পাদনা]
ব্যাখ্যা
গ্রুপ বিজয়ী ও গ্রুপ রানার আপ ১৬ দলের রাউন্ডে অগ্রসর হবে
দল
খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 বেলজিয়াম +৩
 আলজেরিয়া +১
 রাশিয়া
 দক্ষিণ কোরিয়া

খেলাসমূহ

[সম্পাদনা]

বেলজিয়াম বনাম আলজেরিয়া

[সম্পাদনা]

এর আগে এই দুই দল দুইটি প্রীতি খেলায় মুখোমুখি হয়েছিল, অতি সম্প্রতি ২০০৩ সালে।[]

প্রথমার্ধে আলজেরিয়ার সুফিয়ান ফাইঘুলি পেনাল্টি কিক থেকে গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নিয়া যান। দ্বিতীয়ার্ধে দুই গোল করার মাধ্যমে বেলজিয়াম তাদের জয় নিশ্চিত করে। দুইটি গোলই করেন বদলি খেলোয়াড়রা। সমতাসূচক গোলটি করেন মারুয়ান ফেলাইনিইদেন আজার্দের পাস থেকে খেলার জয়সূচক গোলটি করেন দ্রিস মের্তেন্স[]

বেলজিয়াম
আলজেরিয়া
গোথিবো কোর্তোয়া
রা.ব্যাটবি অল্ডারওয়েরেল্ড
সে.ব্যা১৫ডানিয়েল ফন বায়টন
সে.ব্যাভ্যানসঁ কোম্পানি ()
লে.ব্যাইয়ান ভেরটোঙ্গেনহলুদ কার্ড ২৪'
সে.মিআক্সেল ভিটসেল
সে.মি১৯মুসা দেম্বেলে৬৫তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৫'
রা.উ২২নাসের শাদলি৪৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৪৬'
অ্যা.মিকেভিন দে ব্রুয়িন
লে.উ১০ইদেন আজার্দ
সে.ফরমেলু লুকাকু৫৮তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৫৮'
বদলি:
১৪ড্রিস মের্টেনস৪৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৪৬'
১৭দিভক অরিজি৫৮তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৫৮'
মারুয়ান ফেলাইনি৬৫তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৫'
ম্যানেজার:
মার্ক উইলমোট্‌স
গো২৩রাইস মাবুলাহইয়া
রা.ব্যা২২মাহদি মুস্তাফা
সে.ব্যামাজিদ বুঘরা ()
সে.ব্যারাফিক হালিশ
লে.ব্যাফাউজি গুলাম
রা.মি১৯সাফিয়ার তাইদার
সে.মি১২কার্ল মাজানি৮৪তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৮৪'
লে.মি১৪নাবিল বিন তালিবহলুদ কার্ড ৩৪'
অ্যা.মি১০সুফিয়ান ফাইঘুলি
অ্যা.মি২১রিয়াদ মাহরিজ৭১তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৭১'
সে.ফ১৫আল আরাবি হিলাল সুদানি৬৬তম মিনিটে মাঠ ত্যাগ করেছেন ৬৬'
বদলি:
১৩ইসলাম সুলাইমানি৬৬তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৬৬'
মাদহি লিহাসন৭১তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৭১'
নাবিল ঘিলাস৮৪তম মিনিটে মাঠে প্রবেশ করেছেন ৮৪'
ম্যানেজার:
বসনিয়া ও হার্জেগোভিনা ভাহিদ হালিলহদ্‌হিচ

ম্যাচসেরা:
কেভিন দে ব্রুয়িন (বেলজিয়াম)

সহকারী রেফারিগণ:
মারভিন তরেন্তেরা (মেক্সিকো)
মার্কোস কিন্তেরো (মেক্সিকো)
চতুর্থ অফিসিয়াল:
আলিরেজা ফাঘানি (ইরান)
পঞ্চম অফিসিয়াল:
হাসান কামরানিফার (ইরান)

রাশিয়া বনাম দক্ষিণ কোরিয়া

[সম্পাদনা]

বেলজিয়াম বনাম রাশিয়া

[সম্পাদনা]

দক্ষিণ কোরিয়া বনাম আলজেরিয়া

[সম্পাদনা]

দক্ষিণ কোরিয়া বনাম বেলজিয়াম

[সম্পাদনা]

আলজেরিয়া বনাম রাশিয়া

[সম্পাদনা]
  1. ১৭ অক্টোবর ২০১৩ অনুসারে র‍্যাঙ্কিং, এই র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছিল।
  2. এটি রাশিয়ার তৃতীয়বার বিশকাপে অংশগ্রহণ। যদিও ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে বিবেচনা করে।
  3. রাশিয়ার সর্বোচ্চ সাফল্য ১৯৯৪ এবং ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলা। যদিও ফিফা রাশিয়াকে সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে বিবেচনা করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2014 FIFA World Cup – Statistical Kit" (পিডিএফ)। ফিফা। পৃ. ২২। ২৯ জুন ২০১৪ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪
  2. "Belgium 2 Algeria 1"। বিবিসি স্পোর্ট। ১৭ জুন ২০১৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]