বিষয়বস্তুতে চলুন

২০২৬ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
তারিখ২০২৬ – ২০২৬
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
ক্রিকেটের ধরনসীমিত ওভার (৫০ ওভার)
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নকআউট
আয়োজক জিম্বাবুয়ে
 নামিবিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬
খেলার সংখ্যা৪৮
আনুষ্ঠানিক ওয়েবসাইটওয়েবসাইট

২০২৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ হল একটি আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা যা ২০২৬ সালে জিম্বাবুয়েনামিবিয়াতে অনুষ্ঠিত হবে।[][][] এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ষোড়শ সংস্করণ।

অস্ট্রেলিয়া জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।[]

ফরম্যাট

[সম্পাদনা]

১৬টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, গ্রুপ এ, বি, সি, ডি। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স পর্বে যাবে। গ্রুপ এবং ডি-এর চতুর্থ স্থানের দলগুলি একে অপরের মুখোমুখি হবে এবং বি এবং সি-এর চতুর্থ স্থানের দলগুলি প্লেসমেন্ট পর্যায়ে একে অপরের মুখোমুখি হবে।

সুপার-সিক্স পর্বে গ্রুপ এবং ডি-এর শীর্ষ তিনটি দলকে একটি গ্রুপে এবং বি এবং সি গ্রুপের শীর্ষ তিনটি দল অন্য গ্রুপে একত্রিত হবে। প্রতিটি দল তাদের গ্রুপ পর্বে সুপার-সিক্স কোয়ালিফাইং দলের বিরুদ্ধে যে পয়েন্ট, জয়, নেট রান রেট অর্জন করেছে তা বহন করবে।

প্রতিটি দল সুপার-সিক্স পর্বে দুটি করে ম্যাচ খেলবে অর্থাৎ এ১ দল সুপার-সিক্সে শুধুমাত্র ডি২ এবং ডি৩ এর সাথে খেলবে। একইভাবে এ২ খেলবে ডি১ এবং ডি৩ এর বিপক্ষে।

সুপার-সিক্স পর্বের প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমি-ফাইনালে যাবে।

উত্তীর্ণ দল

[সম্পাদনা]

এগারোটি দল ২০২৬ বিশ্বকাপের জন্য স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন করেছে, বাকি পাঁচটি দলের প্রতিটি আইসিসি উন্নয়ন অঞ্চল থেকে একটি বাছাইপর্বসহ আঞ্চলিক বাছাইকারীদের দ্বারা নির্ধারিত হয়েছে। প্রথম বাছাইপর্ব টুর্নামেন্ট ছিল এশিয়া ডিভিশন ২ বাছাইপর্ব যা ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।[]

আফ্রিকা বাছাইপর্বে আঞ্চলিক যোগ্যতার মাধ্যমে প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে তানজানিয়া

দলযোগ্যতা অর্জন
 জিম্বাবুয়েআয়োজক দেশ[]
 নিউজিল্যান্ডস্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা অর্জন
 অস্ট্রেলিয়া
 বাংলাদেশ
 ইংল্যান্ড
 ভারত
 আয়ারল্যান্ড
 পাকিস্তান
 শ্রীলঙ্কা
 ওয়েস্ট ইন্ডিজ
 দক্ষিণ আফ্রিকা
 তানজানিয়াআঞ্চলিক বাছাইপর্ব
 আফগানিস্তান
 জাপান
 স্কটল্যান্ড
 মার্কিন যুক্তরাষ্ট্র
  1. নামিবিয়া আয়োজক দেশ হলেও পূর্ণ সদস্য না হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণ হতে অক্ষম হয় ও বাছাইপর্বে অংশগ্রহণ করতে হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ICC U19 Men's Cricket World Cup is back after 14-day break"International Cricket Council। ২৫ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  2. "Four Associates to host Under-19 World Cups"Emerging Cricket। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  3. "ICC U19 World Cup 2026: Host, Qualification, Venues And Schedule"Sportsganga। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৪
  4. "IND vs AUS Highlights, U-19 World Cup 2024 Final: Australia beats India by 79 runs, lifts fourth title"SportStar। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২৪
  5. "Cricket Thailand to host 2026 U19 Men's CWC Division 2 Asia Qualifier in February/March 2024"Czarsports Auto। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০২৩