নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
![]() | |
| ধরন | সরকারি বিশ্ববিদ্যালয় |
|---|---|
| স্থাপিত | ২২ জুন ২০০৬ |
| ইআইআইএন | ১৩৬৬২৮ |
| আচার্য | রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন |
| উপাচার্য | অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | আনু. ৪০০ |
| শিক্ষার্থী | ৮১০০ জন |
| ঠিকানা | |
| শিক্ষাঙ্গন | ১০১ একর (৪১ হেক্টর) |
| সংক্ষিপ্ত নাম | নোবিপ্রবি (NSTU) |
| অধিভুক্তি | বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল বাংলাদেশ বার কাউন্সিল |
| ওয়েবসাইট | nstu |
![]() | |
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংক্ষেপে: নোবিপ্রবি) বাংলাদেশের উপকূলীয় অঞ্চল নোয়াখালীতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের ২৭তম সরকারি বিশ্ববিদ্যালয় এবং পঞ্চম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ১১ অক্টোবর ২০০৩ তারিখে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং ২২ জুন ২০০৬ এ একাডেমিক কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রায় ১০০০০ স্টুডেন্ট পড়াশোনা করছে।
ইতিহাস
[সম্পাদনা]১৯৯৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের ১২টি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। তার ধারাবাহিকতায় ২০০১ সালে বাংলাদেশ জাতীয় সংসদে এই বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়। ২০০৩ সালের ২৫ আগস্ট প্রজ্ঞাপন জারির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১ কার্যকর হয়।[১] ২০০৩ সালের অক্টোবরে তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। ২০০৫ সালের ২৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ শুরু হয়। ২৩ জুন ২০০৬ ইং প্রথম একাডেমিক কার্যক্রম শুরু হয়। শুরুতে এই বিশ্ববিদ্যালয় ৪টি বিভাগ নিয়ে এর কার্যক্রম আরম্ভ করে। এগুলো হলো: কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল, মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান, ফার্মেসী, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৩১ টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট রয়েছে।[১] প্রতিবছর ১৫ জুলাই দিনটিকে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়।[২]
উপাচার্যবৃন্দ
[সম্পাদনা]বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অধ্যাপক আবুল খায়ের। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
| নাম | স্থিতিকাল | সূত্র |
|---|---|---|
| অধ্যাপক আবুল খায়ের | ২০০৫ - ২০০৮ | [৩] |
| অধ্যাপক সঞ্জয় কুমার অধিকারী | ২০০৮ - ২০১০ | [৪] |
| অধ্যাপক এ কে এম সাঈদুল হক চৌধুরী | ২০১০ - ২০১৪ | [৪] |
| অধ্যাপক আবুল হোসেন (ভারপ্রাপ্ত) | ২০১৪ - ২০১৫ | |
| অধ্যাপক এম অহিদুজ্জামান | ২০১৫ - ২০১৯ | [৫] |
| অধ্যাপক মো. দিদার-উল-আলম | ১৬ জুন ২০১৯ - ২০ আগস্ট ২০২৪ | [৬] |
| অধ্যাপক মুহাম্মদ ইসমাইল | ৬ সেপ্টেম্বর ২০২৪ - বর্তমান | [৭] |
ক্যাম্পাস
[সম্পাদনা]

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী জেলা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণে সোনাপুর-সুবর্ণচর সড়কের পশ্চিম পাশে ১০১ একর জায়গা জুড়ে অবস্থিত।[৮][১] ২০১৭ সালে নোবিপ্রবিতে ১০ হাজার স্কোয়ার ফিটের নতুন লাইব্রেরি ভবন স্থাপন করা হয়।[৯] এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ৫ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন, ৫ তলা ও ১০ তলা বিশিষ্ট দুইটি একাডেমিক ভবন রয়েছে।[১০] ৫ তলা বিশিষ্ট একটি অডিটরিয়াম ভবন রয়েছে। অডিটরিয়ামটির নাম রাখা হয়েছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন-এর নামানুসারে। অডিটোরিয়ামটির আসন সংখ্যা প্রায় ১০০০।[১১] ২০১৮ এর জানুয়ারিতে আরেকটি একাডেমিক কাম ল্যাব ভবনের কাজ শুরু হয়েছে যার আয়তন ৪ লক্ষ ৩২ হাজার বর্গফুট। এটিই হবে বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্ববৃহৎ একাডেমিক ভবন ।[১২][১৩] বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৫টি আবাসিক হল যথাক্রমে ভাষা শহীদ আবদুস সালাম হল, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল, বিবি খাদিজা হল, জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল এবং নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল।[১০]
অনুষদসমূহ
[সম্পাদনা]বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ৭টি অনুষদে ৩১টি বিভাগ এবং ২টি ইনস্টিটিউট রয়েছে।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
[সম্পাদনা]- কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগ
- তথ্য ও যোগাযোগ প্রকৌশল বিভাগ
- তড়িৎ ও তড়িৎ প্রকৌশল বিভাগ
- ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ
বিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- ফলিত গণিত বিভাগ
- পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগ
- পরিসংখ্যান বিভাগ
- সমুদ্রবিজ্ঞান বিভাগ
- পদার্থবিজ্ঞান বিভাগ
- রসায়ন বিভাগ
জীববিজ্ঞান অনুষদ
[সম্পাদনা]- মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ
- ফার্মেসী বিভাগ
- অণুজীববিজ্ঞান বিভাগ
- জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল (বিজিই) বিভাগ
- মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান
- প্রাণী বিজ্ঞান
- কৃষি বিভাগ
- প্রাণরসায়ন বিভাগ
- খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান (এফটিএনএস) বিভাগ
সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদ
[সম্পাদনা]- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- অর্থনীতি বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
- সমাজবিজ্ঞান বিভাগ
- সমাজকর্ম বিভাগ
ব্যবসায় শিক্ষা অনুষদ
[সম্পাদনা]- ব্যবসায় শিক্ষা বিভাগ
- ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগ
- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ
শিক্ষা অনুষদ
[সম্পাদনা]- শিক্ষা বিভাগ
- শিক্ষা প্রসাশন বিভাগ
আইন অনুষদ
[সম্পাদনা]- আইন বিভাগ
ইনস্টিটিউট সমূহ
[সম্পাদনা]তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট
[সম্পাদনা]- সফটওয়্যার প্রকৌশল বিভাগ
তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট
[সম্পাদনা]- তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগ
আবাসিক হলসমূহ
[সম্পাদনা]
- ভাষা শহীদ আব্দুস সালাম হল
- জুলাই শহিদ স্মৃতি ছাত্রী হল
- বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল
- হযরত বিবি খাদিজা হল
- নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল
সহশিক্ষা কার্যক্রম
[সম্পাদনা]নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক বেশ কয়েকটি প্রসিদ্ধ ক্লাব রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলা সংসদ, নোবিপ্রবি সাংবাদিক সমিতি, ছায়া জাতিসংঘ, ডিবেটিং সোসাইটি, চলো পাল্টাই ফাউন্ডেশন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি ট্যুরিজম ক্লাব, শব্দকুটির, সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা, সায়েন্স ক্লাব, গবেষণা সংসদ, বিজনেস ক্লাব, ধ্রুপদ, ড্যান্স ক্লাব, চিত্রকৃৎ, বিএমএস ক্যারিয়ার ক্লাব, সনাতন বিদ্যার্থী সংসদ, অ্যাডভেঞ্চার ক্লাব এবং ইনডিজিনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এসব ক্লাব শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ করে দিয়ে তাদের ব্যক্তিত্ব, নেতৃত্বগুণ এবং সমাজসচেতনতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়"। noakhali.gov.bd। ১৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;university dayনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Three more VCs removed" [আরও তিনজন উপাচার্য অপসারিত]। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০০৮। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২২।
- 1 2 "৭ বছরে নোবিপ্রবি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২২ জুন ২০১২। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২।
- ↑ "নোবিপ্রবির উপাচার্য হিসেবে যোগ দিলেন ড. এম অহিদুজ্জামান"। জাগোনিউজ২৪.কম। ২ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২।
- ↑ "নোবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের যোগদান"। বার্তা বাজার। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১।
- ↑ "নোবিপ্রবি'র নোয়াখালী উপাচার্য হলেন লোহাগাড়ার ড. মোহাম্মদ ইসমাইল"। যায়যায়দিন। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "যেখানে স্বপ্নেরা বেড়ে ওঠে"। দ্যা ডেইলি সান। ৫ মার্চ ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ "নোবিপ্রবিতে নতুন লাইব্রেরি ভবন উদ্বোধন"। education24.net। ১ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- 1 2 "নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজকের প্রজন্মের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ"। বর্ণমালা টেলিভিশন। ১৮ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "অডিটোরিয়াম"। nstu.edu.bd। ১০ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১৮।
- ↑ "নোবিপ্রবি ৩য় একাডেমিক ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন"। nstu.edu.bd। ১৭ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ "যে কারণে ভর্তিচ্ছুদের পছন্দের শীর্ষে নোবিপ্রবি"। দৈনিক অধিকার। ২২ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

