বিষয়বস্তুতে চলুন

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়
প্রাক্তন নাম
রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০১-২০০৬)
কারমাইকেল কলেজ
ধরনপ্রস্তাবিত সরকারি বিশ্ববিদ্যালয়
ঠিকানা, ,
শিক্ষাঙ্গনশহুরে
মানচিত্র

রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় (পূর্বে: রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের রংপুর শহরের কারমাইকেল কলেজকে বিলুপ্ত করে উক্ত কলেজ ক্যাম্পাসে প্রস্তাবিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়[] ২০০১ সালে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে “রংপুর বিজ্ঞান ও প্রযু্‌ক্তি বিশ্ববিদ্যালয়” নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন পাস হয়।[] ২০০৬ সালে ২০০১ সালের রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (২০০১ সনের ৩৪ নং আইন) এবং সরকারী কারমাইকেল কলেজ বিলুপ্ত করে কারমাইকেল কলেজ ক্যাম্পাসে “রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয়” নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের আইন পাস হয়।[] পরবর্তীতে এ আইন বাস্তবায়ন না হয়ে ২০০১ সালের পাসকৃত আইনে কারমাইকেল কলেজ থেকে অধিগ্রহণকৃত জমিতে ২০১১ সালে রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮ দ্বারা প্রতিষ্ঠিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালু করা হয়।[][]

জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার পর অন্যান্য বড় ও ঐতিহ্যবাহী সরকারি কলেজগুলোকেও বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি ওঠে। এ প্রেক্ষিতে ২০০৯ সালে জাতীয় সংসদে সিদ্ধান্ত নেওয়া হয় যে ভবিষ্যতে কোনো সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে না। সরকারের এই নীতির ফলে কারমাইকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত না করে ২০০৯ সালে রংপুরে নতুনভাবে প্রতিষ্ঠা করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৪৭ খ্রিষ্টাব্দের পর রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি আসে। কিন্তু, ১৯৭১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়া হয়নি। বাংলাদেশের স্বাধীনতার পর রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আন্দোলন হয়।[] ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। শেখ হাসিনা সরকারের মেয়াদকালে রংপুরে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 'রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' পাশ করা হয়। প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়টির জমি অধিগ্রহণ শুরু হয়।[] ২০০১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম বন্ধ করে দেয়।[] ২০০৬-এ 'রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬' পাশ করে 'রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১' ও রংপুর কারমাইকেল কলেজ বিলুপ্ত করা হয়। তবে, এই বিশ্ববিদ্যালয়টিও আর স্থাপিত হয়নি। পরবর্তীতে, সংসদে 'রংপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯' নামে একটি নতুন আইন পাশের মাধ্যমে ১২ অক্টোবর, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপন করে পুরনো বিশ্ববিদ্যালয়ের জায়গায়।[] ২০০৮-এ আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসলেও, বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করতে কোনো পদক্ষেপ নেয়নি। ২০২১ সালে রংপুরে একটি সভায় তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালু করার কথা বলেন।[] যদিও ২০১১ সালে উক্ত স্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "রংপুর কারমাইকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪
  2. "রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২৪
  3. ফিচার ডেস্ক (১২ অক্টোবর ২০২২)। "একটি অসাধারণ গল্প-'বেরোবি'"ঢাকা প্রকাশ। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৪
  4. "বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন, ২০০৯"bdlaws.minlaw.gov.bd। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪
  5. লেখা (১ আগস্ট ২০২৫)। "সাত কলেজের পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর: সাধারণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং জগন্নাথ বাস্তবতা"Prothomalo। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৫
  6. 1 2 3 4 তুহিন ওয়াদুদ (২২ জানুয়ারি ২০২২)। "সরকার কি রংপুরের সেই বিশ্ববিদ্যালয়ের কথা ভুলেই গেছে"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০২৪
  7. "রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের আশ্বাস শিক্ষামন্ত্রীর"ajkerpatrika.com

বহিঃসংযোগ

[সম্পাদনা]