২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে মল্লক্রীড়া - নারীদের বর্শা নিক্ষেপ
| XXIX অলিম্পিয়াড খেলায় মহিলাদের বর্শা ছোঁড়া | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| স্থান | বেইজিং ন্যাশনাল স্টেডিয়াম | ||||||||||||
| তারিখ | ১৯শে আগস্ট ২০০৮ (যোগ্যতানির্ণায়কপর্ব) ২১শে আগস্ট ২০০৮ (ফাইনাল) | ||||||||||||
| প্রতিযোগী | ৪০টি দেশের ৫৪ জন প্রতিযোগী | ||||||||||||
| জয়ের দূরত্ব | ৭১.৪২ | ||||||||||||
| পদকবিজয়ী | |||||||||||||
| |||||||||||||
২০০৮ অলিম্পিক গেমসে মহিলাদের বর্শা ছোঁড়া প্রতিযোগিতা আগস্টের ১৯ থেকে ২১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে। [১]
যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ৬০.৫০ মিটার (১৯৮.৫ ফুট)(A মান) এবং ৫৬.০০ মিটার (১৮৩.৭৩ ফুট) (B মান)। [২]
প্রথম ছোঁড়ায় মারিয়া আবাকুমোভা এগিয়ে ছিলেন। তার ছোঁড়া দূরত্বের ৩ মিটারের মধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বারবোরা স্পটাকোভা। আবাকুমোভা তার চতুর্থ নিক্ষেপে আরও দূরে (৭০.৭৮ মিটার) ছোঁড়েন। কিন্তু স্পটাকোভা তার শেষ ছোঁড়ায় যাবতীয় প্রতিযোগিতা শেষ করে দেন ৭১.৪২ মিটার ছুঁড়ে।
সময়তালিকা
[সম্পাদনা]সমস্ত সময় চীন প্রমাণ সময় (UTC+8)
| তারিখ | সময় | রাউন্ড |
|---|---|---|
| মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০০৮ | ০৯:০০ | যোগ্যতানির্ণায়ক পর্ব [৩] |
| বৃহস্পতিবার, ২১শে আগস্ট ২০০৮ | ১৯:২০ | ফাইনাল [৪] |
রেকর্ড
[সম্পাদনা]এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।
| বিশ্ব রেকর্ড | ৭১.৭০ মিটার | হেলসিঙ্কি, ফিনল্যান্ড | ১৪ই আগস্ট ২০০৫ | |
| অলিম্পিক রেকর্ড | ৭১.৫৩ মিটার | অ্যাথেন্স, গ্রীস | ২৭শে আগস্ট ২০০৪ |
এই অলিম্পিকে যে সব বিশ্ব ও অলিম্পিক রেকর্ড গড়া হয়, সে গুলি নিচে দেওয়া হল।
| তারিখ | বিভাগ | প্রতিযোগী | সময় | টিকা |
|---|---|---|---|---|
| ২৩শে আগস্ট | ফাইনাল | ৯০.৫৭ | ওআর |
ফলাফল
[সম্পাদনা]যোগ্যতানির্ণায়ক পর্ব
[সম্পাদনা]ন্যূনতম যোগ্যতার মাপকাঠি: ন্যূনতম ৬১.৫০ মিটার (Q) বা সেরা ১২জন (q) ফাইনালে যাবে।
| AR অঞ্চলভিত্তিক রেকর্ড | CR চ্যাম্পিয়নশিপ রেকর্ড | GR গেমস রেকর্ড | NR জাতীয় রেকর্ড | OR অলিম্পিক রেকর্ড | PB ব্যক্তিগত সেরা | SB মৌসুম সেরা | WL সেই মৌসুমে বিশ্বে অগ্রণী |
| DNS = শুরু করতে পারেননি | DQ = অযোগ্য | NM = কোনো স্থান পাননি (অর্থাৎ কোনো স্বীকৃত ফলাফল নেই) | Q = হিটে নির্দিষ্ট স্থানের ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী | q = হিটে সামগ্রিক ভিত্তিতে যোগ্যতাঅর্জনকারী |
ফাইনাল
[সম্পাদনা]| ক্রম | প্রতিযোগী | রাষ্ট্র | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ফলাফল | টিকা |
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| বারবোরা স্পটাকোভা | ৬৯.২২ | ৬৭.০৪ | x | ৬৪.৯২ | x | ৭১.৪২ | ৭১.৪২ | AR | ||
| মারিয়া আবাকুমোভা | ৬৯.৩২ | ৬৯.০৮ | x | ৭০.৭৮ | x | ৬৭.৫২ | ৭০.৭৮ | NR | ||
| ক্রিস্টিনা ওবের্গফল | ৬৬.১৩ | x | ৬৩.৩৪ | x | x | x | ৬৬.১৩ | |||
| ৪ | গোল্ডি সয়ার্স | ৬৫.৭৫ | ৫৯.৪০ | ৬২.৯২ | ৫৯.৭২ | ৬৫.০৩ | ৫৬.৮৩ | ৬৫.৭৫ | NR | |
| ৫ | স্টেফি নেরিয়াস | ৬৪.০৫ | ৬২.২৫ | ৫৯.৯৭ | x | x | ৬৫.২৯ | ৬৫.২৯ | ||
| ৬ | ওসলেইডিস মেনিন্ডেজ | ৬৩.৩৫ | x | x | x | x | x | ৬৩.৩৫ | ||
| ৭ | বারবারা মাজেজাইক | ৫৮.৭৪ | ৫৯.১৬ | ৫৮.৬৭ | x | ৫৮.২১ | ৬২.০২ | ৬২.০২ | ||
| ৮ | ক্যাথরিনা মলিটর | ৫৩.১৯ | ৫৭.৩৭ | ৫৯.৬৪ | ৫৮.৮১ | ৫৬.৭২ | ৫৭.০০ | ৫৯.৬৪ | ||
| ৯ | মার্সিডিজ চিলিয়া | x | ৫৭.৯৪ | ৫৮.১৩ | ৫৮.১৩ | |||||
| ১০ | ঝ্যাং লি | ৫৪.৬৯ | x | ৫৬.১৪ | ৫৬.১৪ | |||||
| ১১ | সিন্টা ওজোলিনা | ৫০.৬৭ | ৫৩.৩৮ | ৫২.২৩ | ৫৩.৩৮ | |||||
| ১২ | ফেলিসিয়া মলডোভান-টিলিয়া | ৫৩.০৪ | x | ৫২.৮০ | ৫৩.০৪ | |||||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Olympic Athletics Competition Schedule"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।
- ↑ "Entry Standards – The XXIX Olympic Games – Beijing, China – 8/24 August 2008"। IAAF। ১৩ সেপ্টেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০০৮।
- ↑ "Women's Javelin Throw Qualifying Rounds"। NBC Olympics। ৩১ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ "Women's Javelin Throw Final"। NBC Olympics। ৫ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩।
- ↑ IAAF ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে. সংগৃহীত ২০০৮-০৮-১৮।